মানালিতে গণধর্ষণের শিকার মার্কিন পর্যটক

ফের ভারতে বিদেশী পর্যটকের উপর যৌন নিগ্রহের অভিযোগ উঠল। মানালিতে এক মার্কিন মহিলা পর্যটক দাবি করেছেন আজ সকালে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। যদিও এখনও তাঁর মেডিক্যাল রিপোর্ট জানা যায়নি। পুলিস ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই তিন অভিযুক্তই আপাতত পলাতক।

Updated By: Jun 4, 2013, 03:40 PM IST

ফের ভারতে বিদেশী পর্যটকের উপর যৌন নিগ্রহের অভিযোগ উঠল। মানালিতে এক মার্কিন মহিলা পর্যটক দাবি করেছেন আজ সকালে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। যদিও এখনও তাঁর মেডিক্যাল রিপোর্ট জানা যায়নি। পুলিস ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই তিন অভিযুক্তই আপাতত পলাতক।
বছর ৩১-এর ওই মহিলার বয়ান অনুযায়ী আজ সকালে হাইওয়ের ধারে গাড়ির অপেক্ষায় তিনি দাঁড়িয়ে ছিলেন। অভিযুক্ত তিন ব্যক্তি একটি ট্রাকে ওই রাস্তায় আসে এবং ভদ্রমহিলাকে তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এরপর ওই তিনজন তাঁকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই মার্কিন মহিলা।
আজ সকালেই মানালির একটি পুলিস স্টেশনে নিগৃহীতা মহিলা অভিযোগ দায়ের করেছেন। দু`দিন আগেই কলকাতায় ২১ বছরের এক আইরিশ মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক স্থানীয় ব্যবসায়ীকে।

.