দাগি নেতাদের দলে নিয়ে প্রবল চাপে গডকড়ি
বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে বিতাড়িত `দাগি` নেতাদের দলে নেওয়ার বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের অন্তর্বিরোধ এবার প্রকাশ্যে এল। ইতিমধ্যেই আরএসএস-এর মুখপাত্র পাঞ্চজন্য`তে মায়াবতী ক্যাবিনেটের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিজেপি`তে নেওয়ার ব্যাপারে আপত্তি তোলা হয়েছে। এবার বিরোধিতা এল বিজেপি জাতীয় কর্মসমিতির তরফে উত্তরপ্রদেশের সাংগঠিনক দায়িত্বপ্রাপ্ত উমা ভারতী এবং দলের গুরুত্বপূর্ণ সাংসদ মানেকা গান্ধীর তরফে।
বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে বিতাড়িত `দাগি` নেতাদের দলে নেওয়ার বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের অন্তর্বিরোধ এবার প্রকাশ্যে এল। ইতিমধ্যেই আরএসএস-এর মুখপাত্র পাঞ্চজন্য`তে মায়াবতী ক্যাবিনেটের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিজেপি`তে নেওয়ার ব্যাপারে আপত্তি তোলা হয়েছে। এবার বিরোধিতা এল বিজেপি জাতীয় কর্মসমিতির তরফে উত্তরপ্রদেশের সাংগঠিনক দায়িত্বপ্রাপ্ত উমা ভারতী এবং দলের গুরুত্বপূর্ণ সাংসদ মানেকা গান্ধীর তরফে।
বাবু সিং কুশওয়া-সহ দাগি নেত্রীদের দলে নেওয়ার প্রতিবাদে এদিন প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেছেন উমা ভারতী। শুধু তাই নয়, ১১ অশোক রোডের নীতি নির্ধারকদের উপর চাপ তৈরি করতে নিজেকে বিধানসভা ভোটের প্রচারপর্ব থেকেও সরিয়ে নিয়েছেন `সন্নাসিনী নেত্রী`। শুক্রবার সকালেই নিজের এই সিদ্ধান্তের কথা বিজেপি সভাপতি নীতিন গডকড়ি এবং উত্তরপ্রদেশের বিধানসভা ভোট প্রচারের দায়িত্বপ্রাপ্ত দলীয় সাধারণ সম্পাদক মুখতার আব্বাস নকভিকে জানিয়ে দিয়েছেন উমা।
অন্য দিকে আনওয়ালার বিজেপি সাংসদ মানেকা গান্ধীও এদিন বাবু সিং কুশওয়া-সহ বিএসপি-ছুট দাগি নেতাদের দলে নেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন। তাঁর অভিযোগ, আডবাণী-সুষমা স্বরাজ-সহ দলের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মায়াবতীর দল থেকে বহিষ্কৃত দুই মন্ত্রী অবধেশ ভার্মা এবং দদন সিংকে বিধানসভা ভোটের টিকিট দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বিজেপি সভাপতি নীতিন গডকড়ির সঙ্গে দেখা করে সদ্য দলে নেওয়া বাবু সিং কুশওয়া এবং বাদশা সিংকে টিকিট না দেওয়ার অনুরোঘধ জানান।
উত্তরপ্রদেশের প্রাক্তন পরিবার কল্যানমন্ত্রী বাবু সিং কুশওয়ার বিরুদ্ধে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন (এআরএইচএম) প্রকল্পে পাঠানো কেন্দ্রীয় অর্থে নিম্নমানের চিকিত্সা সরঞ্জাম কেনার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার তাঁর বেশ কয়েকটি বাড়িতে সিবিআই তল্লাশিও হয়েছে। অন্য দিকে প্রাক্তন শ্রমমন্ত্রী বাদশা সিংয়ের বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখল এবং বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলের টাকার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে টিকিট না দিলেও ভোট রাজনীতির বাধ্যবাধকতার কারণে অনগ্রসর সম্প্রদায়ের বাবু সিং কুশওয়া এবং বুন্দেখণ্ডের প্রভাবশালী ঠাকুর নেতা বাদশা সিংকে দল থেকে তাড়াতে চাইছে না টিম গডকড়ি।