‘মানুষ বিজেপিকে প্রশ্ন করতে শুরু করেছে, তাদের মনযোগ অন্যদিকে ঘোরাতেই গণপিটুনি’

মন্তব্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনিক সরকারের

Updated By: Jul 29, 2018, 12:33 PM IST
‘মানুষ বিজেপিকে প্রশ্ন করতে শুরু করেছে, তাদের মনযোগ অন্যদিকে ঘোরাতেই গণপিটুনি’

নিজস্ব প্রতিবেদন: এনডিএ সরকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি কোনও ভাবেই পুরণ করতে পারেছ না। ফলে সাধারণ মানুষের মনো‌যোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলেছে। ত্রিপুরাতেও সেই একই অবস্থা। এর জন্যই দেশে গণপিটুনির ঘটনা বাড়ছে। মন্তব্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের।

সম্প্রতি দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ সমাবেশে এসেছিলেন মাণিক সরকার। ত্রিপুরায় ৪ জনকে গণপিটুনিতে মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে মানিক সরকার বলেন, বিজেপি সমাজকে জাতপাতের ভিত্তিতে ভাগ করতে চাইছে। গোটা দেশেই এই প্রবণতা দেখা ‌যাচ্ছে। সম্প্রতি ত্রিপুরায় ৪ জনকে পিটিয়ে মারা হয়েছে। গত ২৫ বছরের বাম আমলে একটিও গণপিটুনির ঘটনা ঘটেনি।

অারও পড়ুন-মধ্যমগ্রামে তৃণমূল নেতার 'রহস্যমৃত্যু', সেপটিক ট্যাঙ্কে মিলল দেহ

মানিক সরকারের মতে গণপিটুনির মতো ঘটনা তখনই ঘটে ‌যখন সরকার তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারে না। এক্ষেত্রে সরকার চায় মানুষের মনো‌যোগ ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে। দেশের ‌যে আতঙ্কের বাতাবরণ চলছে তাতে দেশের সংখ্যালঘু ও দলিতরা সবচেয়ে বেশি আতঙ্কিত। বিজেপি প্রপাগান্ডার অংশই হল এই গরু পাচারের নামে, শিশু চুরির নামে গণপিটুনি।

উল্লেখ্য, দেশের একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। কখনও আলওয়ারে তো কখনও দক্ষিণ ভারতে। গরু পাচারকারী সন্দেহে গণপিটুনির ঘটনা তো একাধিক হয়েছে। কয়েক সপ্তাহ আগেই এক ‌যুবককে গরু পাচারকারী সন্দেহে প্রবাল মারধর করা হয়। পুলিস তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে আগে গরুগুলিতে গোশালায় নিয়ে ‌যায়। ঘটনার ৪ ঘণ্চা ওই আহত ‌যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন-সাতসকালে ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, সুনামির সতর্কতা

দেশে বিজেপির বিরুদ্ধে একটা প্রতিদ্বন্দ্বি ফ্রন্ট গড়ে তোলার চেষ্টা চলছে। সেখানে বিজেপি বিরোধী দলগুলি একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। মানিক সরকার বলেন, ওই নতুন জোটকেই ভয় পাচ্ছে বিজেপি। তারা মনে করছে মানুষ এবার তাদের বিরুদ্ধে চলে ‌যাচ্ছে। এর মধ্যেই দেখা ‌যাচ্ছে গণপিটুনির ঘটনা বাড়ছে। এভাবেই বিজেপি সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সম্পর্কে বলতে গিয়ে মানিক সরকার বলেন, বিপ্লবও কেন্দ্রের মতো নীতি নিয়ে চলেছে। সেখানেও বিজেপি সরকার মানুষের চাওয়া পাওয়া পূরণ করতে ব্যর্থ। ত্রিপুরার তফসিলি জাতি-উপজাতি এলাকায় মানুষের আয়ের একচা রাস্তা ছিল মহাত্মা গান্ধী নাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এনিয়ে কোনও কাজ হচ্ছে না। রাজ্যে ইতিমধ্যেই অনাহার শুরু হয়েছে। ফলে মানুষ এবার বিজেপি সরকারকে প্রশ্ন করতে শুরু করেছে।

.