মুম্বইতে প্রথম স্করপেন সাবমেরিন উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী

Updated By: Apr 6, 2015, 07:50 PM IST
মুম্বইতে প্রথম স্করপেন সাবমেরিন উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী

নৌযুদ্ধে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পথে আরও এক পা এগোল ভারত। মুম্বইয়ে প্রথম স্করপেন সাবমেরিনের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। ডিজেল-বিদ্যুত্‍ চালিত এই সাবমেরিনগুলি তৈরি হয়েছে মুম্বইয়ের মাজাগো ডক লিমিটেডে।

ফরাসি প্রযুক্তিতে তৈরি সাবমেরিনগুলি অত্যাধুনিক নৌযুদ্ধে পারদর্শী। স্করপেন যে কোনও ধরনের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে। একই সঙ্গে জল থেকে ডাঙায় এবং জলের মধ্যেই অন্য সাবমেরিনের সঙ্গে যুদ্ধ চালাতে পারে। মাইন বিছোনো, নজরদারি ও গুপ্তচরবৃত্তিতেও দক্ষ এই আধুনিক সাবমেরিন। স্করপেন সাবমেরিন লঞ্চের পর এক এমএলডি আধকারিক জানান, সমুদ্রে পরীক্ষামূলক নৌবহরের পর প্রযুক্তিগত দিক দিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে নৌযুদ্ধে নামতে পারবে স্করপেন সাবমেরিন।

একটি বেসরকারি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে মনোহর পারিকর জানান, মোদী সরকার দেশের প্রতিরক্ষা নিয়ে অত্যন্ত ওয়াকিবহাল।

 

.