প্রতিরক্ষামন্ত্রী পদে ইস্তফা দিলেন পারিক্কর, গোয়ায় সরকার গড়ার পথে BJP

মনোহর পারিক্করকে সামনে রেখে গোয়ায় সরকার গড়ার উদ্যোগ বিজেপির। রবিবারই প্রতিরক্ষামন্ত্রী পদে ইস্তফা দিলেন পারিক্কর।  দেখা করলেন রাজ্যপালের সঙ্গে। ২২জনের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে বলে রাজ্যপালকে জানিয়ে এলেন তিনি। ইতিমধ্যেই সমর্থনের  হাত বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্রবাদী গোমন্তক সেনা, গোয়া ফরোয়ার্ড পার্টি ও ৩ জন নির্দল বিধায়ক।

Updated By: Mar 12, 2017, 09:08 PM IST
প্রতিরক্ষামন্ত্রী পদে ইস্তফা দিলেন পারিক্কর, গোয়ায় সরকার গড়ার পথে BJP

ওয়েব ডেস্ক : মনোহর পারিক্করকে সামনে রেখে গোয়ায় সরকার গড়ার উদ্যোগ বিজেপির। রবিবারই প্রতিরক্ষামন্ত্রী পদে ইস্তফা দিলেন পারিক্কর।  দেখা করলেন রাজ্যপালের সঙ্গে। ২২জনের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে বলে রাজ্যপালকে জানিয়ে এলেন তিনি। ইতিমধ্যেই সমর্থনের  হাত বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্রবাদী গোমন্তক সেনা, গোয়া ফরোয়ার্ড পার্টি ও ৩ জন নির্দল বিধায়ক।

আরও পড়ুন- '১২৫ কোটির শক্তি আমার সঙ্গে, ২০২২-এ এক নতুন ভারতবর্ষ উপহার দেব!'

৪০ আসনের গোয়া বিধানসভায় কোনও দলই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি। ১৭ টি আসন পায় কংগ্রেস। ১৩টি বিজেপি। মহারাষ্ট্র গোমন্তক সেনা ,  গোয়া ফরোয়ার্ড পার্টি আর নির্দলরা ৩ টি করে আসন পায়। একটি আসন যায় NCP-র দখলে। মুখ্যমন্ত্রী করতে হবে মনোহর পারিক্করকে, এই শর্তে BJP-কে সমর্থক করেছে MGP।
 

.