PoK -তে সক্রিয় একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির, রাজ্য়সভায় জানাল কেন্দ্র

জঙ্গিদের ভারতে বেআইনি অনুপ্রবেশ ও বিভিন্নকরম নাশকতা ঘটানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

Updated By: Mar 10, 2021, 06:10 PM IST
PoK -তে সক্রিয় একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির, রাজ্য়সভায় জানাল কেন্দ্র
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন:  পাক-অধিকৃত কাশ্মীরে (Pak Occupied Kashmir) সক্রিয় রয়েছে একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির, বুধবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি (G kishan reddy) । এ দিন রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে তিনি উল্লেখ করেন, পাক অধিকৃত কাশ্মীরে একাধিক ঘাঁটিতে জঙ্গিদের ভারতে বেআইনি অনুপ্রবেশ ও বিভিন্নকরম নাশকতা ঘটানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: আমি হনুমান ভক্ত, দিল্লির প্রবীণদের রাম মন্দিরে নিয়ে যাব: Kejriwal

রেড্ডি জানান, সীমান্তে সব ধরনের জঙ্গিমূলক কার্যকলাপ (Terrorism) পুরোপুরিভাবে বন্ধের জন্য পাকিস্তানকে (Pakistan) বারংবার সতর্ক করা হয়েছে। কিন্তু এরপরেও কোনও কড়া পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ । এ নিয়ে একাধিকবার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে ভারত । তারপরেও পাকিস্তানের প্রত্যক্ষ মদতে সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটেই চলেছে। পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি মিলেছে। 

দিনকয়েক আগেই কাশ্মীরে (Kashmir) শান্তি ফেরাতে 'অস্ত্র বিরতি' চুক্তিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে একাধিক সাফল্য পেলেও এখনও সক্রিয় রয়েছে বেশ কয়েকটি জঙ্গি প্রশিক্ষণ শিবির, যা নিয়ে বেশ উদ্বেগে ভারত ।

.