সজ্জন মুক্তির প্রতিবাদ, এখন আরও জোরালো রাজধানীতে
আজ দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনের সামনে প্রতিবাদ দেখাতে গিয়ে পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়লেন শিখ বিক্ষোভকারীরা। ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা মামলায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার বেকসুর খালাস পাওয়ায় রবিবার প্রতিবাদে মুখর হন তাঁরা।
আজ দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনের সামনে প্রতিবাদ দেখাতে গিয়ে পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়লেন শিখ বিক্ষোভকারীরা। ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা মামলায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার বেকসুর খালাস পাওয়ায় রবিবার প্রতিবাদে মুখর হন তাঁরা।
শিরোমণি আকালি দল ও বিজেপির সমর্থকরা পুলিসের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। জল কামান মজুত রাখা থাকলেও, লাঠিচার্জ করেই পুলিস প্রতিবাদকারিদের নিরস্ত করে। সকালের দিকে যন্তর-মন্তর ও পরে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে জমায়েত জোড়াল হয়। ১৯৮৪-র শিখা দাঙ্গার ঘটনায় নতুন করে বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি তোলেন তাঁরা।
প্রথমটায় বিক্ষোভকারীদের বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা করে প্রশাসন। তবে তাতে চিড়ে না ভেজায়, শক্তি প্রয়োগ করতে বাধ্য হয় পুলিস। একে একে ব্যারিকেড ভাঙতে থাকেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি নাকোচ হয়ে যাওয়ায় ক্রমেই মারমুখী হয়ে ওঠে আন্দোলনকারীরা।