এফডিআই ইস্যুতে মায়াবতীকে পাশে পাচ্ছে কংগ্রেস

এফডিআই ইস্যুতে সরকারের পাশে দাঁড়ানোর আরও একবার ইঙ্গিত দিলেন বিএসপি নেত্রী মায়াবতী। যুক্তি হিসাবে নাম না করে এবার সামনে এনেছেন বিজেপিকে। তাঁর মতে, এফডিআই বিরোধিতা করতে গিয়ে অযথা সুবিধা করে দেওয়া হবে সাম্প্রদায়িক শক্তিকে।

Updated By: Dec 3, 2012, 10:50 PM IST

এফডিআই ইস্যুতে সরকারের পাশে দাঁড়ানোর আরও একবার ইঙ্গিত দিলেন বিএসপি নেত্রী মায়াবতী। যুক্তি হিসাবে নাম না করে এবার সামনে এনেছেন বিজেপিকে। তাঁর মতে, এফডিআই বিরোধিতা করতে গিয়ে অযথা সুবিধা করে দেওয়া হবে সাম্প্রদায়িক শক্তিকে।
সমর্থনের আরও একটি যুক্তি এনেছেন বিএসপি সুপ্রিমো। বলেছেন, কেন্দ্র কোনও রাজ্যের ওপরে জোর করে এফডিআই চাপিয়ে দিচ্ছে না। মায়াবতীর এই বক্তব্যকে কেন্দ্রের পাশে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। পাল্টা আশ্বাস এসেছে কংগ্রেস শিবির থেকেও। সরকারি চাকরির পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত বিলটি দ্রুত পাস করাতে সবরকম চেষ্টার আশ্বাস দিয়েছে কংগ্রেস।

.