মধ্যযুগীয় প্রথা তিন তালাক ইতিহাসের ডাস্টবিনে, তোষণের নামে বঞ্চনা হয়েছে: মোদী

মহিলাদের ক্ষমতায়নে দিশা দেখাবে তিন তালাক বিল, টুইট করলেন প্রধানমন্ত্রী।

Updated By: Jul 30, 2019, 07:56 PM IST
মধ্যযুগীয় প্রথা তিন তালাক ইতিহাসের ডাস্টবিনে, তোষণের নামে বঞ্চনা হয়েছে: মোদী

নিজস্ব প্রতিবেদন: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল তিন তালাক বিল। ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়,'গোটা দেশের জন্য ঐতিহাসিক দিন। মুসলিম মা-বোনেরা আজ জিতে দিয়েছেন। সম্ভ্রমের সঙ্গে বাঁচার অধিকার পেয়েছেন তাঁরা'।               

প্রধানমন্ত্রী টুইট করেছেন,'সেকেলে ও মধ্যযুগীয় প্রথাকে অবশেষে ইতিহাসের ডাস্টবিনে ফেলে দেওয়া হল। তিন তালাক প্রথাকে লোপ করা হল সংসদে। মুসলিম মহিলাদের প্রতি ঐতিহাসিকভাবে যে ভুল করা হয়েছে, তা শোধরানো হল। এটা লিঙ্গবৈষম্য দূরীকরণ ও সামাজিক সাম্যের পক্ষে জয়'।                   

এজন্য সব দলের সাংসদদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন,'তাঁরা বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন। তাঁদের কর্মকাণ্ড দেশের ইতিহাসে থেকে যাবে'।          

প্রধানমন্ত্রী আরও বলেন,'মহিলাদের ক্ষমতায়নে দিশা দেখাবে তিন তালাক বিল। তোষণের নামে দেশের কোটি কোটি মা-বোনেদের অধিকার থেকে বঞ্চিত করে পাপ করা হয়েছিল। আমি গর্বিত, মুসলিম মহিলাদের অধিকার দিতে সক্ষম হয়েছে আমাদের সরকার'।  

এদিন জেডিইউ, টিআরএস ও এআইডিএমকে অধিবেশনকক্ষ থেকে ওয়াকআউট করে। এরপর ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে ৯৯টি। বিপক্ষে ভোট দিয়েছেন ৮৪ জন সাংসদ। 

আরও পড়ুন- ৩ লক্ষ কর্মী ছাঁটাইয়ের পথে রেল, বিভিন্ন শাখায় তালিকা তৈরির নির্দেশ

.