নতুন বছরের প্রথমদিনেই ১৫ বছরের রেকর্ড ভেঙে ১.১ ডিগ্রি সেলসিয়াসে কাঁপল দিল্লি

শুক্রবার সকালে দিল্লির 'এয়ার কোয়ালিটি' ছিল 'সিভিয়ার'।

Updated By: Jan 1, 2021, 04:17 PM IST
নতুন বছরের প্রথমদিনেই ১৫ বছরের রেকর্ড ভেঙে ১.১ ডিগ্রি সেলসিয়াসে কাঁপল দিল্লি

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের প্রথমদিনে, শুক্রবারই দীর্ঘ ১৫ বছরের রেকর্ড ভেঙে রাজধানীর তাপমাত্রা নথিভুক্ত হল ১.১ ডিগ্রি সেলসিয়াস।

বেশ কয়েকদিন ধরেই রাজধানী দিল্লি এবং সার্বিক ভাবে উত্তর ভারতে প্রবল ঠাণ্ডা ছিল। বছরশেষের রাতেও সেই একই দৃশ্য। বছরের প্রথমদিনের সূর্যোদয়ও অংশত ঢাকা পড়ল কুয়াশার দাপটে। Regional Meteorological Centre-এর তথ্যানুযায়ী সকাল ৭টায় দিল্লির রাস্তায় দৃশ্যমানতা ছিল 'শূন্য' (0 visibility)!দৃশ্যমানতা কম হওয়ায় রাস্তায় যাঁরা বেরিয়েছিলেন তাঁদের অনেকেই পড়েছেন সমস্যায়। তবে সকাল ৭টার পরে এই পরিস্থিতির কিছুটা বদল ঘটে। দৃশ্যমানতা বাড়ে।  

এর আগে তাপমাত্রা এতটা নেমেছিল ২০১৮ সালে। সেবারে ৮ জানুয়ারি তাপমাত্রা নেমে যায় ০.২ ডিগ্রিতে। ২০২০ সালের জানুয়ারির শেষ দিকে ২.৪ ডিগ্রিতে নেমেছিল পারদ। কিন্তু এ বারে সেই রেকর্ড এখনই ভেঙে গেল।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণপূর্ব বাতাসের জেরে উত্তরপশ্চিম ও মধ্য ভারত জুড়ে  তাপমাত্রা কমই থাকবে। তবে আগামী কয়েকদিনে ন্যূনতম তাপমাত্রা হবে ৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো।

Also Read: ভারতের প্রথম মনোলিথের খোঁজ আহমেদাবাদে, রহস্যের গন্ধ নতুন বছরের প্রথম দিনেই

.