শিনা বোরার খুনী সঞ্জীব খান্না, দাবি ইন্দ্রাণীর, গোলকধাঁধায় শিনা বোরা হত্যা রহস্য
ওয়েব ডেস্ক: শিনা হত্যায় ফের নয়া মোড়। এবার ইন্দ্রাণীর দাবি, শিনা বোরার খুনী সঞ্জীব খান্না। সূত্রের খবর, পুলিসি জেরায় ইন্দ্রাণী দাবি করেছেন মেয়ে শিনাকে অপচ্ছন্দ করলেও তিনি তাকে খুন করেননি। খুন করেছেন তার প্রাক্তন স্বামী সঞ্জীব। উল্টোদিকে সঞ্জীব খান্নার পাল্টা দাবি, সম্পত্তিগত বিবাদের জেরে শিনাকে খুন করেছেন ইন্দ্রাণীই। হিটলিস্টে যে ছেলে মিখাইলের নামও ছিল তাও জেরায় জানিয়েছেন সঞ্জীব। সূত্রের খবর, রাতে সঞ্জীব খান্নার সঙ্গে মুখোমুখি জেরায় তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ইন্দ্রাণী। তার কেনা দুটি স্যুটকেসই উদ্ধার করেছে পুলিস।খুনের পর যার একটিতে করে শিনার দেহ রায়গড় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, অন্য স্যুটকেসটি ছিল মিখাইলের জন্য।
শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তে এবার রায়গড় যাচ্ছে পুলিস। আজই ইন্দ্রাণী, সঞ্জীব এবং গাড়ির চালককে নিয়ে রায়গড়ে যাবে পুলিস। রায়গড়ের পেন গ্রামের জঙ্গলের কাছে শিনার মৃতদেহ ফেলে জ্বালিয়ে দেওয়া হয়। সেখান থেকেই উদ্ধার হয় তার দেহাংশ। দেহ উদ্ধারের স্পটে নিয়ে গিয়ে গোটা কাণ্ডে পুনর্নির্মাণ করার ওপরেই এখন জোর দিচ্ছেন গোয়েন্দারা। আজ বিকেলেই ডিএনএ পরীক্ষার রিপোর্ট এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতকালই শিনা বোরা হত্যাকাণ্ডে গাফিলতির কথা স্বীকার করে নেন রায়গড়ের এসপি মহম্মদ সুভেজ হক। ইতিমধ্যেই দুহাজার বারোয় রায়গড়ের পুলিস সুপার আর ডি শিন্দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন কোঙ্কন রেঞ্জার আইজি প্রশান্ত বুর্দে।