২২ হাজার কোটি টাকা সঞ্চয় প্রধানমন্ত্রী জনধণ যোজনা পরিকল্পনায়
প্রধানমন্ত্রী জনধণ যোজনা, বিশ্বের সবথেকে বড় আর্থিক পরিকল্পনায় এখন অর্থের পরিমাণ ২২ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ১৭ কোটি ৫০ লক্ষ মানুষ এই যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন।
ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী জনধণ যোজনা, বিশ্বের সবথেকে বড় আর্থিক পরিকল্পনায় এখন অর্থের পরিমাণ ২২ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ১৭ কোটি ৫০ লক্ষ মানুষ এই যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনেকগুলি অভিনব স্কিম বার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর, ২৮ অগাস্ট প্রধানমন্ত্রী জনধণ যোজনা প্রকাশ হওয়ার পর চলতি বছর ২৬ জানুয়ারির মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যায়। তবে জম্মু কাশ্মীর ও মাওবাদী প্রভাবিত বেশ কিছু এলাকায় এখনও এই স্কিমের আওতায় আনা সম্ভব হয়নি, জানানো হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে।
More than Rs.22,000 Crore have been deposited by the people in their Bank Accounts opened under PMJDY.
— Ministry of Finance (@FinMinIndia) August 28, 2015
At present, more than 17.5 crore bank accounts have been opened under Pradhan Mantri Jan Dhan Yojana ( PMJDY). .
— Ministry of Finance (@FinMinIndia) August 28, 2015
Target of opening one account per household was achieved byJanuary 26, 2015 barring few areas of J&K &left wing extremism affected districts
— Ministry of Finance (@FinMinIndia) August 28, 2015