কেঁপে উঠল দিল্লি
দেশের রাজধানীতে মৃদু কম্পন। গতকাল গভীর রাতে মৃদু কম্পন অনুভূত হল দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্র ৩। কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওয়েব ডেস্ক: দেশের রাজধানীতে মৃদু কম্পন। গতকাল গভীর রাতে মৃদু কম্পন অনুভূত হল দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্র ৩। কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাত দেড়টা নাগাদ এই কম্পন হওয়ায় সাধারণ মানুষ সেভাবে টের পাওয়া যায়নি। যদিও সকালে খবর পাওয়ার পর অনেকেই চমকে যান। কম্পনের উত্পত্তিস্থল দিল্লি-এনসিআরের ৫ কিলোমিটার গভীরে।
-------
According to the National Centre for Seismology, the epicentre of the earthquake was located in Delhi-NCR and the depth of the tremor was 5 km.
The tremor was felt at 1.40 AM across Delhi and its adjoining areas. However, there were no reports of loss of lives and damage to property.