বিয়ের Prank ভিডিও তৈরি করতে গিয়ে বিপদ ঘনিয়ে এল দুই কলেজ পড়ুয়ার কেরিয়ারে

কলেজের অধ্যক্ষ, ওই দুই পড়ুয়াকে ট্রান্সফার সার্টিফিকেট (টি.সি) দিয়েছেন।  

Updated By: Dec 4, 2020, 02:42 PM IST
বিয়ের Prank ভিডিও তৈরি করতে গিয়ে বিপদ ঘনিয়ে এল দুই কলেজ পড়ুয়ার কেরিয়ারে

নিজস্ব প্রতিবেদন: স্কুল খোলার পর ক্লাসরুমে বিয়ে করল ছাত্র এবং ছাত্রী। যার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। জানা যাচ্ছে, তারা নাকি প্র্যাঙ্ক করার জন্যই এমনটা করেছে। কিন্তু, সেই প্র্যাঙ্ক বিপদ ডেকে এনেছে । সূত্রের খবর, ১৭ নভেম্বর কলেজ শুরু হয়। সেখানেই তারা গাঁটছড়া বাঁধে। 

বৃহস্পতিবার, সোশাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়। এরপর শিক্ষা দফতর পর্যন্ত জল গড়িয়ে যায়। ইতিমধ্যে লিখিত অভিযোগ জানায়, কলেজ অধ্যক্ষ এম সুজাতা। 

ইতিমধ্যে, ওই দুই পড়ুয়ার বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ করা হয়েছে। জানা গিয়েছে, মেয়ে বিয়ের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় দেখে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। তাঁকে প্রশ্ন করেন, কীভাবে এমন ঘটনা ঘটতে পারে ক্লাসরুমে? এরপর ডেকে পাঠানো হয় ক্লাসের তিন পড়ুয়াকে। তারা জানায়, এটি মিথ্যে বিয়ে ছিল। তাঁরা সোশ্যাল মিডিয়ার জন্য প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিল। 

কলেজের অধ্যক্ষ, ওই দুই পড়ুয়াকে ট্রান্সফার সার্টিফিকেট (টি.সি) দিয়েছেন।  

Tags:
.