২০ বছরে ১৮ বার মিসক্যারেজ! তারপর এটাই ঘটল...
২০ বছরে ১৮ বার মিসক্যারেজ। প্রত্যেকবার গর্ভধারণের ৫ থেকে ৬ মাসের মাথায়, নষ্ট হয়ে যাচ্ছিল ভ্রূণ। কিছুতেই আর সন্তানের মুখ দেখা হয়ে উঠছিল না। একটু করে হারিয়ে যাচ্ছিল স্বপ্নটা। 'মা' ডাক শোনার আশাটাই ছেড়ে দিয়েছিলেন। ঠিক সেই সময়ই ঘটল 'মিরাক্যাল'!
ওয়েব ডেস্ক : ২০ বছরে ১৮ বার মিসক্যারেজ। প্রত্যেকবার গর্ভধারণের ৫ থেকে ৬ মাসের মাথায়, নষ্ট হয়ে যাচ্ছিল ভ্রূণ। কিছুতেই আর সন্তানের মুখ দেখা হয়ে উঠছিল না। একটু করে হারিয়ে যাচ্ছিল স্বপ্নটা। 'মা' ডাক শোনার আশাটাই ছেড়ে দিয়েছিলেন। ঠিক সেই সময়ই ঘটল 'মিরাক্যাল'!
ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিলেন আগ্রার বাসিন্দা ৩৮ বছরের রজনী। চিকিত্সকরা জানিয়েছেন, এ জিনিস 'মিরাক্যাল' ছাড়া আর কিছুই নয়। সুস্থ আছেন মা ও সন্তান।
বার বার এভাবে গর্ভে সন্তান নষ্ট হওয়ার পর, আগ্রার বারহান এলাকার হাথিগারহি গ্রামের বাসিন্দা রজনীর জরায়ুতে ল্যাপ্রোস্কপি করেন চিকিত্সকরা। কাজে আসে চিকিত্সকদের সেই চেষ্টা। সম্ভব হয় ভ্রণকে ধরে রাখা। সন্তানের জন্ম দেন রজনী। ইতিমধ্যেই এই ঘটনাকে গিনেস বুকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।