Mizoram: মেয়ের বিরুদ্ধে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ, ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

Mizoram: ঘটনার সূত্রপাত, ডাক্তার দেখানোকে কেন্দ্র করে। অভিযোগ, ওই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই তাঁকে দেখানতে গিয়েছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামাথাঙের মেয়ে মিলারি। বহু বাদানুবাদের পরেও ওই চিকিৎসক মুখ্যমন্ত্রীর মেয়ের চিকিৎসা করতে রাজি হননি। এরপরই রেগে লাল হয়ে যান মুখ্যমন্ত্রীর মেয়ে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে এরপরের ঘটনা।

Updated By: Aug 21, 2022, 04:37 PM IST
Mizoram: মেয়ের বিরুদ্ধে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ, ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ। সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্য়াল মিডিয়ায় বিতর্কের ঝড়। সমালোচনার মুখে পড়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। ঘটনার কড়া নিন্দা করলেন তিনি। বুধবার ঘটনাটি ঘটেছে মিজোরামের রাজধানী শহর আইজলে। 

ঘটনার সূত্রপাত, ডাক্তার দেখানোকে কেন্দ্র করে। অভিযোগ, ওই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই তাঁকে দেখানতে গিয়েছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামাথাঙের মেয়ে মিলারি। বহু বাদানুবাদের পরেও ওই চিকিৎসক মুখ্যমন্ত্রীর মেয়ের চিকিৎসা করতে রাজি হননি। এরপরই রেগে লাল হয়ে যান মুখ্যমন্ত্রীর মেয়ে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে এর পরের ঘটনা। দেখা যায়, দৌড়ে ওই চিকিৎসকের চেম্বারে ঢুকে যান মিলারি। প্রথমে চিকিৎসকের মুখে আঘাত করেন তিনি। এরপর আবার মারার চেষ্টা করেন। যদিও তাঁকে পিছন থেকে থামানোর চেষ্টা করেন সেখানে উপস্থিত বাকিরা।

সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ঢিঁ ঢিঁ পড়ে যায়। মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারকে নিয়ে সমালোচনা শুরু হয়। আন্দোলনে নামে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মিজোরাম ইউনিট। কালো ব্যাচ পরে তারা কাজে যোগ দেন। এরপরই নড়েচড়ে বসেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামাথাঙ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাতে লেখা চিঠিতে, মেয়ের কীর্তির জন্য ক্ষমা চান তিনি।      

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.