আজ থেকেই ছন্দে ফিরছে ভূস্বর্গ, খুলছে স্কুল, সরকারি দফতর, ঘরে ফিরবেন উপত্যকার বাইরে থাকা কাশ্মীরিরা

বৃহস্পতিবার সন্ধ্যাতেই জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, জম্মু-কাশ্মীরে ভোট হবে, মানুষ নিজের বিধায়ক-মুখ্যমন্ত্রী পাবেন। 

Updated By: Aug 9, 2019, 11:25 AM IST
আজ থেকেই ছন্দে ফিরছে ভূস্বর্গ, খুলছে স্কুল, সরকারি দফতর, ঘরে ফিরবেন উপত্যকার বাইরে থাকা কাশ্মীরিরা

নিজস্ব প্রতিবেদন: উপত্যকা নিয়ে এখন দুই দেশের সম্পর্ক তলানিতে। মানচিত্রে বদল এনে মোদী-শাহ জুটি যে ভূ-স্বর্গের মর্যাদা ফেরাতে তত্পর, তা বলার অপেক্ষা রাখে না। তবে উপত্যকায় বদল আনার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতিই গ্রহণ করেছেন তাঁরা। উপত্যকায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যাতেই জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, জম্মু-কাশ্মীরে ভোট হবে, মানুষ নিজের বিধায়ক-মুখ্যমন্ত্রী পাবেন। ইদে বাড়ি ফেরার সুযোগ পাবেন প্রবাসী কাশ্মীরিরা। রোজগার হবে। হবে উন্নয়নও। আসবে বিনিয়োগ। সর্বোপরি রাজ্যের মর্যাদাও আবার ফিরে পাবে জম্মু-কাশ্মীর।

মোদীর ভাষণের পরই কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে উদ্যোগী হয় সরকারি মহল।

আজ থেকেই বদলে যেতে শুরু করবে ভূস্বর্গের চেহারা। নতুন করে কাশ্মীরে স্কুল খুলছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আগামী সোমবার ইদের সময়ে কাশ্মীরের বাইরে থাকা মানুষ ঘরে ফিরতে পারবেন। সরকার তাঁদের সবরকম সাহায্য করবে। কাশ্মীরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বাস দেন তিনি।  

আজ থেকেই সরকারি কাজে যোগদান করছেন কর্মীরা। জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, শ্রীনগরে প্রশাসনিক স্তরের সরকারি কর্মীদের কাজে যোগদানের জন্য রিপোর্ট করতে বলা হয়েছে।

.