Pranab Mukherjee Memorial: দিল্লিতে এবার প্রণব মুখোপাধ্যায়েরও স্মৃতিসৌধ! মোদীর কাছে 'কৃতজ্ঞ' কন্যা শর্মিষ্ঠা..
Pranab Mukherjee Memorial: 'বাবা বলতেন, রাষ্ট্রীয় সম্মান চাওয়া উচিত নয়, দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর কাছে আমি খুবই কৃতজ্ঞ। বাবা এখন যেখানে আছে, ওর কিছু যায় আসে না। সমালোচনার বা প্রশংসার উর্ধ্বে চলে গিয়েছেন। কিন্তু মেয়ে হিসেবে এই আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেসকে চাপে রাখার কৌশল? প্রয়াণের চার বছর পর এবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরি করতে চলেছে মোদী সরকার। কোথায়? দিল্লিতে রাজঘাটের কাছেই। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন প্রণবকন্য়া শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
২০২০ সালের ৩১ অগাস্ট প্রয়াত হন প্রণব। ভারতের ত্রয়োদশতম রাষ্ট্রপতি ছিলেন তিনি। এক্স হ্য়ান্ডেলে শর্মিষ্ঠা লিখেছেন, 'বাবা বলতেন, রাষ্ট্রীয় সম্মান চাওয়া উচিত নয়, দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর কাছে আমি খুবই কৃতজ্ঞ। বাবা এখন যেখানে আছে, ওর কিছু যায় আসে না। সমালোচনার বা প্রশংসার উর্ধ্বে চলে গিয়েছেন। কিন্তু মেয়ে হিসেবে এই আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না'।
Baba used to say that State honours shouldn’t be asked for, it should be offered. I’m so grateful that PM Modi did this to honour babas’ memory. It doesnt affect baba where he is now- beyond applaud or criticism. But for his daughter, words are not sufficient to express my joy
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) January 7, 2025
এর আগে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ গড়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিল কংগ্রেস, তখন মুখ খুলেছিলেন শর্মিষ্ঠা। এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'বাবা যখন চলে গেলেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কোনও শোকসভাও করেনি। দলের এক প্রবীণ নেতা বলেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতিদের জন্য শোকসভা হয় না। বাজে কথা। বাবার ডায়েরি থেকে পরে জেনেছিলাম যে, আর কে নারায়ণের মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কি কমিটির বৈঠক ডাকা হয়েছিল। শোকপ্রস্তাবে খসড়া বাবা নিজেই লিখেছিলেন'।
এদিকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর স্মৃতি সৌধের জন্য সম্ভাব্য তিনটি জায়গা চিহ্নিত করে ফেলেছে কেন্দ্র। একতা স্থল, বিজয় ঘাট অথবা রাষ্ট্রীয় স্মৃতিস্থল। সৌধ নির্মাণের ট্রাস্টি বোর্ডে কারা থাকবেন, তা ঠিক করার এক্তিয়ার সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের উপরেই।
আরও পড়ুন: Uttar Pradesh: ভিখারির প্রেমে পাগল! স্বামী-সন্তানদের ফেলে বাড়ি ছাড়লেন গৃহবধূ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)