'দু-দুটো মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন,' দেশজুড়ে করোনা টিকাকরণের সূচনা প্রধানমন্ত্রীর

দ্বিতীয় ডোজের ২ সপ্তাহ পর আমাদের শরীর করোনা প্রতিরোধী হয়ে উঠবে। মেনে চলুন কোভিড বিধি।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jan 16, 2021, 01:55 PM IST
'দু-দুটো মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন,' দেশজুড়ে করোনা টিকাকরণের সূচনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে করোনার টিকাকরণের (Covid Vaccination Drive) সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টিকাকরণের সূচনা করে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। টিকা নেওয়া মানে সঙ্গে সঙ্গেই কোভিড বিধি অবহেলা করা নয়, সেই পাঠ পড়ান দেশবাসীকে। টিকাকরণের কী কী নিয়ম অবশ্যই মেনে চলতে হবে, তা নিয়ে সতর্ক করেন দেশের মানুষকে। 

কোভিড টিকাকরণের সূচনা করে মোদী বলেন-

* একটা ভ্যাকসিন তৈরি করতে বছর লেগে যায়।

* সেখানে কম সময়ে দু-দুটো মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন (Made In India Vaccine)।

* এটাই ভারতের সামর্থ্যকে তুলে ধরে।

* ভারতীয় বিজ্ঞানীদের দক্ষতার জলজ্যান্ত প্রমাণ।

* মানুষ চেষ্টা করলে পাথরও জল হয়ে যায়, এটা তারই প্রমাণ।

* দিনরাতের পরিশ্রমে সাফল্য এসেছে।

* চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী, হাসপাতালের সাফাইকর্মীরা সবার আগে করোনা টিকা (Covid Vaccine) পাবেন।

* সেটা সরকারি হাসপাতাল হোক বা বেসরকারি নার্সিংহোম-ই হোক।

* এরপর জরুরি সেবা ও দেশের সুরক্ষার সঙ্গে যাঁরা যুক্ত, অর্থাত্ সেনা, সুরক্ষা বল, পুলিস, দমকলর্মী, পুর ও পঞ্চায়েত সাফাইকর্মী প্রমুখ।

* এরা সংখ্যায় প্রায় ৩ কোটি।

* এদের সবার টিকাকরণের (Vaccination) খরচ ভারত সরকার বহন করবে।

* প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ কখন নিতে হবে, সেটা ফোনেই জানিয়ে দেওয়া হবে।

* মনে করে দুটো ডোজই নিতে হবে, ভুল করবেন না।

* দুই ডোজের মধ্যে একমাসের ব্যবধান রাখতে হবে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

* দ্বিতীয় ডোজের ২ সপ্তাহ পর আমাদের শরীর করোনা প্রতিরোধী হয়ে উঠবে।

* তাই টিকা লাগানোর সঙ্গে সঙ্গেই কেউ মাস্ক (Mask) পরা ভুলবেন না, সামাজিক দূরত্ব (Social Distancing) মেনে চলবেন।  কোভিড বিধি মেনে চলতে হবে।

* ইতিহাসে এতবড় টিকাকরণ কর্মসূচি (Covid Vaccination Drive) এর আগে হয়নি। বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি।

* ধাপে ধাপে দেশের প্রতিটি নাগরিকের টিকাকরণ হবে।

* গতবছর এই দিন, ১৬ জানুয়ারি, থেকেই করোনার (Coronavirus) গতিবিধির উপর নজরদারি শুরু করে দিয়েছিল ভারত।

* সময় উপযোগী সিদ্ধান্তগ্রহণের মধ্যে দিয়ে করোনার সঙ্গে লড়াইয়ে সাফল্য পেয়েছে ভারত।

* সঠিক সময়ে লকডাউন (Lockdown) করা হয়েছে।

* মোমবাতি জ্বালিয়ে, থালা বাজিয়ে এই লড়াইয়ে দেশের মানুষকে 'মোটিভেট' করে রাখা হয়েছে।

* বিশ্বের সামনে উদাহরণ তৈরি করেছে ভারত।

* ভারতে করোনায় (Covid 19) মৃত্যুর হারের থেকে সুস্থ হয়ে ওঠার হার অনেক বেশি।

* এই টিকাকরণ কর্মসূচিতে যাঁরা যাঁরা ভলেন্টিয়ার হতে চান, তাঁদের স্বাগত।

উল্লেখ্য, সরকারের তরফে জানানো হয়েছে যে, কো-উইন অ্যাপে (Cowin App) যদি কোনও সমস্যা হয়, তবে স্বাস্থ্য মন্ত্রকের তরফে অনলাইন টেকনিক্যাল টিম সহযোগিতা করবে। এর পাশাপাশি, টিকাকরণের সমস্ত তথ্য অফলাইনেও যাতে আপলোড করা যায়, সেই ব্য়াক-আপ ব্যবস্থাও থাকবে। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি 'কমিউনিকেশন কন্ট্রোল রুম' নজরদারি চালাবে। টিকাকরণ নিয়ে কোনওরকম ভ্রান্ত প্রচার বা গুজব পাওয়া গেলেই, কড়া পুলিসি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, Covid Vaccination Drive : করোনা টিকা কারা নিতে পারবেন, কারা নয়, জেনে নিন

জেলায় জেলায় চলছে Vaccination, 'কোনও সমস্যা হচ্ছে না,' জানালেন টিকাগ্রহীতারা

.