উন্নয়নের কথা বলে আম আদমির মন জয়ের চেষ্টা মোদীর
৭৫ মিনিটের বক্তৃতা। কানহাইয়ার গ্রেফতার, রোহিত ভেমুলার আত্মহত্যা, এসব ইস্যুতে পাল্টা আক্রমণের রাস্তায় গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং উন্নয়নের প্রসঙ্গে বিঁধলেন বিরোধীদের।
![উন্নয়নের কথা বলে আম আদমির মন জয়ের চেষ্টা মোদীর উন্নয়নের কথা বলে আম আদমির মন জয়ের চেষ্টা মোদীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/03/50881-modi-3-3-16.jpg)
ওয়েব ডেস্ক: ৭৫ মিনিটের বক্তৃতা। কানহাইয়ার গ্রেফতার, রোহিত ভেমুলার আত্মহত্যা, এসব ইস্যুতে পাল্টা আক্রমণের রাস্তায় গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং উন্নয়নের প্রসঙ্গে বিঁধলেন বিরোধীদের।
সংস্কারকে দূরে সরিয়ে কৃষি, গ্রামোন্নয়নে ঢালাও বরাদ্দ। পাশাপাশি ১০০ দিনের কাজে রেকর্ড টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভোট বাজারে স্পষ্ট বাজেটের অভিমুখ। লোকসভায় প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেসের জন্যই গরিবি হঠেনি। তাঁর স্পষ্ট নিশানায় কংগ্রেস।
সামনেই ৫ রাজ্যে নির্বাচন। পরের বছর উত্তরপ্রদেশে ভোট। রাজনৈতিক মহল বলছে, লোকসভায় মোদীর বক্তৃতায় স্পষ্ট, কৌশল বদল করছে বিজেপি। উগ্র জাতীয়তাবাদের রাস্তায় না গিয়ে উন্নয়নের কথা বলে আম আদমির মন জয়ের চেষ্টা শুরু করছে তারা।