ইস্যু সর্দার বল্লভভাই প্যাটেল, স্থান আহমেদাবাদ, তরজায় মোদী-মনমোহন

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী সরাসরি তরজায় নেমে পড়লেন প্রধানমন্ত্রীর সঙ্গে। উপলক্ষ্য আমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেলের মিউজিয়মের উদঘাটন। তাঁর ভাষণে নাম না করে  নেহরু তথা কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। বলেন, সর্দার প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হলে অন্যরকম চেহারা হত ভারতের।

Updated By: Oct 29, 2013, 08:37 PM IST

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী সরাসরি তরজায় নেমে পড়লেন প্রধানমন্ত্রীর সঙ্গে। উপলক্ষ্য আমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেলের মিউজিয়মের উদঘাটন। তাঁর ভাষণে নাম না করে  নেহরু তথা কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। বলেন, সর্দার প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হলে অন্যরকম চেহারা হত ভারতের।
সবটা শোনার পর তাঁর ভাষণে প্রধানমন্ত্রীর পাল্টা মন্তব্য, সর্দার প্যাটেল তো কংগ্রেসের নেতা। কংগ্রেসের আদর্শের ধারক-বাহক। তাঁর সাফল্য তো কংগ্রেসেরই সাফল্য। সমালোচনা করতে গিয়ে আসলে মোদি যে কংগ্রেসেরই প্রশংসা করে ফেলেছেন, কৌশলে সেটাই ধরিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
ইস্যু সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে মিউজিয়মের উদ্বোধন। আমেদাবাদে তাই নিয়েই কাজিয়ায় জড়িয়ে পড়লেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং স্বয়ং প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে কংগ্রেস-বিজেপি তরজা ক্রমশই চড়া হচ্ছে। ফলে সুযোগ ছাড়লেন না নরেন্দ্র মোদী। টান মারলেন একেবারে কংগ্রেসের গোড়া ধরে। ছাড় পেলেন না নেহরুও।
ঝাঁঝ ছিল মোদীর বক্তব্যে। তবে একেবারে অকাট্য যুক্তিতে মোদীকে কোণঠাসা করে ফেললেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
দেশের ঐক্য এবং অখণ্ডতার প্রশ্নে সর্দার প্যাটেলের ভূমিকা মনে করিয়ে দিয়েছেন মোদী। একইসঙ্গে টেনে আনলেন সন্ত্রাসবাদের প্রসঙ্গ। বললেন দেশ এখন দুর্বল হয়ে পড়ছে।
প্রধানমন্ত্রীর জবাব, সর্দার প্যাটেলও ছিলেন লৌহ মানব। কিন্তু সর্বধর্ম সমন্বয়ের নীতি থেকে সরে যাননি কখনও।

.