পাকিস্তানের 'ছায়া যুদ্ধ'-কে সমালোচনায় বিধলেন প্রধানমন্ত্রী: মোদীর 'মিশন কাশ্মীর'

Updated By: Aug 12, 2014, 06:55 PM IST
পাকিস্তানের 'ছায়া যুদ্ধ'-কে সমালোচনায় বিধলেন প্রধানমন্ত্রী: মোদীর 'মিশন কাশ্মীর'
  • কার্গিল প্রসঙ্গে তিনি জানান, বাজপেয়ি সরকার আমলে কার্গিল জয় আমাদের মনে এখনও তাজা হয়ে আছে। অটল বিহারী বাজপেয়ীর কার্গিল উন্নতির স্বপ্ন পূরণে বদ্ধপরিকর বর্তমান সরকার।
  • >মোদী প্রতিজ্ঞা করেন, কার্গিলের উন্নতির জন্য সব রকম সাহায্য করবেন।
  • প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, কাশ্মীরের চাষিদের উন্নতমানের প্রযুক্তি দেওযা হবে।
  • পাকিস্তানের 'ছায়া যুদ্ধ'-কে সমালোচনায় বিঁধলেন মোদী।
  • > দেশের দুর্নীতি নিয়ে চিন্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিলেন।
  • > হিমালয় ঘেরা রাজ্য গুলিতে বড় আকারে জৈব চাষ ও অনান্য বিশেষ প্রকল্পের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। জানালেন মোদী।
  • > জম্মু-কাশ্মীরে রাস্তার প্রকল্পের জন্য ৮,০০০ কোটি টাকা প্রয়োজন বলে জানালেন প্রধানমন্ত্রী।
  • > খাদ্যশস্যে সুদ নিয়ে জম্মু-কাশ্মীরের সঙ্গে কেন্দ্রের বৈরিতা ছিল। সেই সুদ মকুবের প্রতিশ্রুতি দিলেন তিনি।
  • > কাশ্মীরের বিখ্যাত পশমিনা শাল তৈরি ও তার ডিজাইনে আধুনিকতার ছোঁয়া আনবে কেন্দ্র সরকার। বললেন মোদী।
  • > জম্মু-কাশ্মীরে 'জাফরান বিপ্লব'-এর ডাক দিলেন প্রধানমন্ত্রী। জানালেন জাফরান চাষিদের দিকে বিশেষ নজর দেবে কেন্দ্রীয় মশলা বোর্ড।
  • > জম্মু-কাশ্মীরের পর্যটনের উন্নতিতে বদ্ধপরিকর কেন্দ্র। মন্তব্য মোদীর।
  • > লাদাখের মানুষের দেশপ্রেম সারা ভারতের কাছে অনুপ্রেরণীয়।
  • > মোদী জানালেন অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল সারা দেশের সঙ্গে কাশ্মীরের সংযোগ বৃদ্ধি।
  • > জম্মু-কাশ্মীরের উন্নয়নের জন্য রাজ্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সরকার। মন্তব্য মোদীর।
  • > লাদাখে সৌরশক্তি উৎপাদনের উপযুক্ত স্থান। বললেন প্রধানমন্ত্রী।
  • > 'প্রকাশ' (আলো), পরিবেশ, পর্যটন, লে-লাদাখের জন্য এই তিন 'প' এর ফর্মুলা দিলেন মোদী।
  • > লে-কার্গিল-শ্রীনগর ট্রান্সমিশন লাইন ও নিমু-বাজগো জল-বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
  • > মোদীকে অভ্যর্থনা জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
  • > লে-এর পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ঘিরে প্রচুর জনসমাগম।
.