হিন্দিকে সরকারি কাজের ভাষা করতে উদ্যোগী মোদী

হিন্দিকে সরকারি কাজের ভাষা করতে উদ্যোগী মোদী

Updated By: Jun 21, 2014, 08:51 AM IST

রাষ্ট্রীয় ভাষার পাশাপাশি হিন্দিকে সরকারি কাজের ভাষা করতে উদ্যোগী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী চান সমস্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ ও সোস্যাল মিডিয়ায় সরকারি বক্তব্য পোস্ট করা হোক হিন্দিতে। তবে নরেন্দ্র মোদীর এই উদ্যোগের বিরোধিতা করেছে এনডিএ-র দুই শরিক এআইএডিএমকে (AIADMK) এবং পিএমকে (PMK)। এবারের লোকসভা ভোটে তৃতীয় বৃহত্তম দল এআইএডিএমকে (AIADMK)।

দলের নেত্রী তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা নিজে এব্যাপারে নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছেন যে এখন থেকে সোস্যাল মিডিয়ায় সরকারের কাজের খতিয়ান বা যে কোনও ধরণের তথ্য হিন্দি ভাষায় প্রকাশিত হলে তা বহু মানুষের কাছে পৌছবে না। বিশেষত তাঁর রাজ্যে। পিএকে প্রধান রামাদোস মনে করেন, প্রধানমন্ত্রীর এই নয়া উদ্যোগ গ্রহণযোগ্য নয়। দক্ষিণ ভারতের আরও একটি রাজনৈতিক দল এমডিএমকে (MDMK)-এর নেতা ভাইকো বলেন, হিন্দিকে তাঁদের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার অর্থ জাতীয় সংহতিতে আঘাত হানা

.