জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের পশু কল্যাণ বোর্ড (AWBI) ১৪ ফেব্রুয়ারিকে 'গরু আলিঙ্গন দিবস' হিসাবে উদযাপন করার আবেদন প্রত্যাহার করে একটি চিঠি দেওয়ার করার কয়েক ঘন্টা পরে, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এই বিষয়ে মোদী সরকারের দিকে কটাক্ষ করেছেন৷ ট্যুইটারে, মৈত্র বলেছিলেন যে তাকে ভ্যালেন্টাইন্স ডে বা ১৪ ফেব্রুয়ারির জন্য একটি নতুন পরিকল্পনা করতে হবে কারণ 'গরু আলিঙ্গন দিবস' উদযাপন করা হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের প্রাণী কল্যাণ বোর্ড ১৪ ফেব্রুয়ারিকে 'গরু আলিঙ্গন দিবস' হিসাবে পালন করার জন্য জনগণকে আহ্বান জানিয়ে তার আবেদন প্রত্যাহার করে নিয়েছে। একটি বিবৃতিতে, AWBI বলেছে, ‘সক্ষম কর্তৃপক্ষ এবং মৎস্য,পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রকের নির্দেশ অনুসারে, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩-এ গরু আলিঙ্গন দিবস উদযাপনের জন্য ভারতের পশু কল্যাণ বোর্ডের জারি করা আবেদন প্রত্যাহার করা হয়েছে’।


‘কী দুঃখের বিষয়- ভালোবাসা দিবসের জন্য নতুন পরিকল্পনা করতে হচ্ছে,’ মৈত্র একটি ট্যুইটে বলেছেন।


 



এডব্লিউবিআই-এর আবেদন বিতর্ক সৃষ্টি করেছে এবং ট্যুইটারে একটি মিম ফেস্টের জন্ম দিয়েছে। অনেকে বিজেপি নেতাদের গরুর গুট খাওয়ার পুরনো ভিডিও শেয়ার করতে শুরু করেছেন।


আরও পড়ুন: Nirmala Sitharaman: 'ডেটল দিয়ে মুখ ঢুয়ে আসুন', কংগ্রেসকে লোকসভায় তীব্র আক্রমণ সীতারামণের


এর আগে, 'বৈদিক ঐতিহ্য' উদযাপন এবং একটি গরুর অপার উপকারিতা উদযাপন করার লক্ষ্যে বোর্ড জনগণকে ১৪ ফেব্রুয়ারি 'গরু আলিঙ্গন দিবস' উদযাপন করার আহ্বান জানিয়েছে যা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালিত হয়। প্রাণী কল্যাণ বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সকলেই জানি যে গরু হল ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, আমাদের জীবনকে টিকিয়ে রাখে এবং গবাদি পশুর সম্পদ এবং জীববৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে। মায়ের মতো পুষ্টিকর প্রকৃতির কারণে এটি ‘কামধেনু’ এবং ‘গোমাতা’ নামে পরিচিত। সবই মানবতাকে সমৃদ্ধি প্রদান করে’।


আরও পড়ুন: Cow Hug Day: ভেস্তে গেল কেন্দ্রের 'গোরু আলিঙ্গন দিবস', জেনে নিন কেন


সংস্থাটি বলেছে যে ‘পশ্চিমি সংস্কৃতির’ অগ্রগতির কারণে বৈদিক ঐতিহ্য ‘বিলুপ্তির’ পথে। ‘পশ্চিমি সভ্যতার ধাঁধা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রায় বিস্মৃত করে দিয়েছে’। প্রাণী কল্যাণ বোর্ডের মতে, এর প্রচুর সুবিধার কারণে, গরুকে আলিঙ্গন করা মানসিক সমৃদ্ধি আনবে এবং ‘ব্যক্তিগত ও সম্মিলিত সুখ’ বাড়াবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)