আহমেদাবাদ-কলকাতাগামী বিমানে এয়ার হোস্টেসকে শ্লীলতাহানি

  আহমেদাবাদ-কলকাতাগামী বিমানে এয়ার হোস্টেসকে শ্লীলতাহানিকাণ্ডে ধৃত এক বিমানযাত্রী। গতকাল ইন্ডিগোর বিমানে নির্মেষ কুমার নামে ওই যাত্রী এক এয়ার হোস্টেসকে শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ।

Updated By: Jun 24, 2016, 08:41 PM IST
আহমেদাবাদ-কলকাতাগামী বিমানে এয়ার হোস্টেসকে শ্লীলতাহানি

ওয়েব ডেস্ক:  আহমেদাবাদ-কলকাতাগামী বিমানে এয়ার হোস্টেসকে শ্লীলতাহানিকাণ্ডে ধৃত এক বিমানযাত্রী। গতকাল ইন্ডিগোর বিমানে নির্মেষ কুমার নামে ওই যাত্রী এক এয়ার হোস্টেসকে শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ।

 

বিমান কলকাতায় নামার পরই,  বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF কে এনিয়ে অভিযোগ জানান ওই বিমান সেবিকা। অভিযুক্ত যাত্রীকে আটকে জিজ্ঞাসাবাদ করে CISF।

 

ইতিমধ্যে এয়ারপোর্টের কাছে NSCBI  থানায় লিখিত অভিযোগ দায়ের করান ওই এয়ার হোস্টেস। এরপরই পুলিস গ্রেফতার করে নির্মেষ কুমারকে। আজ অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হবে।

 

এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি ইন্ডিগো বিমান পরিসেবা সংস্থার তরফ থেকে।

এমন চাকরি, ২,৪০০ খালি পদে আবেদন ৬৯ লাখের, আছে ১২ হাজার ইঞ্জিনিয়ার ও ৩৪ জন পিএইচডি

.