কেরলে ঢুকল বর্ষা, অপেক্ষা শুরু বঙ্গে

দাবদাহ থেকে মুক্তি মিললেও বর্ষার দিকে তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবে ৭ জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করে বর্ষা। এবার তা অন্তত ১ সপ্তাহ দেরিতে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। 

Updated By: Jun 8, 2019, 03:49 PM IST
কেরলে ঢুকল বর্ষা, অপেক্ষা শুরু বঙ্গে

নিজস্ব প্রতিবেদন: অবশেষে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করল বর্ষা। শনিবার মৌসম ভবন থেকে জানানো হয়েছে, কেরলের দক্ষিণভাগে প্রবেশ করেছে মৌসুমীবায়ু। যার জেরে শুরু হয়েছে বর্ষা। এদিন স্বাভাবিকের থেকে ৮ দিন দেরিতে কেরলে ঢুকল বর্ষা। 

 

মে-র শেষ থেকেই মৌসুমী বায়ুর গতিবিধির ওপর কড়া নজর রেখেছিলেন আবহাওয়াবিদরা। তবে প্রথম থেকেই ধীর গতিতে এগোচ্ছিল বর্ষা। আন্দামান নিকোবরেও বর্ষা এদিন প্রবেশ করে স্বাভাবিকের থেকে দেরিতে। এক সময় কেরলের আগে উত্তর - পূর্ব ভারতে ঢুকে যেতে পারে বলেও পূর্বাভাস জারি হয়। তবে মৌসুমীবায়ুর বঙ্গোপসাগরীয় শাখা তেমন গতি পায়নি। 

দাবদাহ থেকে মুক্তি মিললেও বর্ষার দিকে তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবে ৭ জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করে বর্ষা। এবার তা অন্তত ১ সপ্তাহ দেরিতে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। 

ব্যারিকেড ভেঙে বিজয়মিছিল নিয়ে এগোলেন দিলীপ, পুলিস-বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ গঙ্গারামপুরে

মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে আসন্ন বর্ষায় স্বাভাবিক বৃষ্টি হবে গোটা ভারতীয় উপমহাদ্বীপে। তবে তার সঙ্গে সহমত পোষণ করেনি বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট। তাদের দাবি, এবার বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিকের থেকে কম হবে। তবে সমুদ্রে যে এল নিনোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে তা মেনে নিয়েছে দুই সংস্থাই। 

.