ধারাবরষে ভাসবে ভূভারত, বর্ষার প্রথম পূর্বাভাসে জানাল স্কাইমেট
ভারতের মতো বিস্তৃত কৃষিপ্রধান দেশে মৌসুমি বৃষ্টির প্রভাব রয়েছে প্রায় সব ক্ষেত্রে। কৃষি উত্পাদনের ওপর অনেকটাই নির্ভর করে দেশের অর্থনীতি ও গ্রামজীবনের মানোন্নয়ন। বৃষ্টি কম হলে মূল্যবৃদ্ধির আশঙ্কাও থাকে। ফলে মৌসুমি বৃষ্টির পূর্বাভাসের দিকে নজর থাকে অর্থনীতিবিদ থেকে রাজনীতিকদেরও।
ওয়েব ডেস্ক: চলতি বছরেও ঝেঁপে বৃষ্টি হবে বর্ষাকাল জুড়ে। মঙ্গলবার এমনই বিবৃতি জারি করল দেশের একমাত্র বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট।
Skymet Weather has released its #Monsoon2018 forecast at 100% LPA. Good news for the country, expect normal #Monsoon this year. https://t.co/poPO8h9nBS #MonsoonInIndia
— SkymetWeather (@SkymetWeather) April 4, 2018
স্কাইমেটের তরফে জানানো হয়েছে, ২০১৮ সালে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতীয় উপমহাদ্বীপে স্বাভাবিক বর্ষণের সম্ভাবনা রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫০ বছরের গড় বৃষ্টিপাতের ৯৬ - ১০৪ শতাংশ পর্যন্ত বৃষ্টি হলে তাকে স্বাভিক বলে ধরে আবহাওয়া দফতর।
ভারতের মতো বিস্তৃত কৃষিপ্রধান দেশে মৌসুমি বৃষ্টির প্রভাব রয়েছে প্রায় সব ক্ষেত্রে। কৃষি উত্পাদনের ওপর অনেকটাই নির্ভর করে দেশের অর্থনীতি ও গ্রামজীবনের মানোন্নয়ন। বৃষ্টি কম হলে মূল্যবৃদ্ধির আশঙ্কাও থাকে। ফলে মৌসুমি বৃষ্টির পূর্বাভাসের দিকে নজর থাকে অর্থনীতিবিদ থেকে রাজনীতিকদেরও।
মেলেনি হুইল চ্যায়ার, যোগীর রাজ্যে প্রতিবন্ধী স্বামীকে কাঁধে করে সরকারি দফতরে পৌঁছলেন স্ত্রী
তবে মৌসুমি বৃষ্টি নিয়ে এখনো কোনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। সাধারণত এপ্রিলের মাঝামাঝি এই পূর্বাভাস জারি করে তারা। সেই পূর্বাভাসের ভিত্তিতে পরবর্তী পরিকল্পনা তৈরি করে সরকারি দফতরগুলি।
গত বছর জুন থেকে সেপ্টেম্বরে ভারতে স্বাভাবিক বৃষ্টি হয়েছিল। যার ফলে মূল্যবৃদ্ধির হারে লাগাম পরাতে সফল হয়েছিল কেন্দ্র।