নোট বাতিলের পর নতুন নোট পাঠাতে বায়ুসেনাকে দিতে হয় ২৯.৪১ কোটি টাকা
তথ্য জানার অধিকার আইনে বেরিয়ে এল নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদন: নোট বাতিলের পর নতুন নোটের হাহাকার পড়ে যায়। সেই নোট যোগান দেওয়ার জন্য বায়ুসেনাকে মোটা টাকা দিয়েছিল কেন্দ্র। তথ্য জানার অধিকার আইনে করা এক আবেদনে বেরিয়ে এল সেই হিসেব।
আরও পড়ুন-আত্মহত্যা না খুন? বাড়ির সামনে গাছে উদ্ধার কলেজছাত্রীর ঝুলন্ত দেহ
দেশের বিভিন্ন অংশে নতুন ২০০০ হাজার ও ৫০০ টাকার নোট পাঠাতে ব্যবহার করা হয়েছিল বায়ুসেনার সি-১৭ ও সি-১৩০ সুপার হারকিউলিস এয়ার ক্রাফট। এর জন্য খরচ হয়েছিল ২৯.৪১ কোটি টাকা।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণার পর সমস্যায় পড়ে যান সাধারণ মানুষ। টাকার জন্য লাইন পড়ে যায় ব্যাঙ্কের এটিএম-এ। সমস্যার কারণ হল বড় নোট বাতিলের পর বাজারের ৮৬ শতাংশ নোটই অচল হয়ে যায়। ফলে দ্রুত রাজ্যগুলিতে নতুন নোট পাঠাতে হয়েছিল কেন্দ্রকে।
আরও পড়ুন-গাড়ি ভাড়া নিয়ে চালক খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য
তথ্য জানার অধিকার আইনে ওই পিটিশনটি করেছিলেন অবসরপ্রাপ্ত কমোডোর লোকেশ বাত্রা। ওই পিটিশনের উত্তরে বায়ুসেনা জানিয়েছে, তারা সরকারি নোট ছাপার প্রেস ও রিজার্ভ ব্যাঙ্ককে ২৯.৪১ কোটি টাকার বিল পাঠায়।