আজই সম্ভবত ছেড়ে দেওয়া হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে

আজই সম্ভবত ছেড়ে দেওয়া হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্ব খারিজ করে, গতকাল রোজভ্যালিকাণ্ডে সুদীপের জামিন মঞ্জুর করে ওড়িশা হাইকোর্ট। গতকাল গভীর রাতে অর্ডারের কপি হাতে পান আইনজীবীরা। চোদ্দো পাতার সেই কপি পাওয়ার পরই তত্‍পরতা তুঙ্গে। আজ খুড়দা আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন সুদীপের আইনজীবীরা। তেসরা জানুয়ারি সুদীপকে গ্রেফতার করে সিবিআই। তার একশো কুড়ি দিনের মধ্যে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। FIR -এ না থাকলেও, চার্জশিটে যোগ করা হয় দুর্নীতি দমন আইন। সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা সহ একাধিক ধারা। এমাসের শুরুতে জামিনের আর্জি নিয়ে ওড়িশা হাইকোর্টের দ্বারস্থ হন সুদীপের আইনজীবীরা। সেখানেই গতকাল জামিন মঞ্জুর হয়ে যায় তাঁর। তবে বসে নেই সিবিআই'ও। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই । এজন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে শুরু হয়ে গিয়েছে জোরদার তত্‍পরতা।

Updated By: May 20, 2017, 01:09 PM IST
আজই সম্ভবত ছেড়ে দেওয়া হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে

ওয়েব ডেস্ক: আজই সম্ভবত ছেড়ে দেওয়া হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্ব খারিজ করে, গতকাল রোজভ্যালিকাণ্ডে সুদীপের জামিন মঞ্জুর করে ওড়িশা হাইকোর্ট। গতকাল গভীর রাতে অর্ডারের কপি হাতে পান আইনজীবীরা। চোদ্দো পাতার সেই কপি পাওয়ার পরই তত্‍পরতা তুঙ্গে। আজ খুড়দা আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন সুদীপের আইনজীবীরা। তেসরা জানুয়ারি সুদীপকে গ্রেফতার করে সিবিআই। তার একশো কুড়ি দিনের মধ্যে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। FIR -এ না থাকলেও, চার্জশিটে যোগ করা হয় দুর্নীতি দমন আইন। সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা সহ একাধিক ধারা। এমাসের শুরুতে জামিনের আর্জি নিয়ে ওড়িশা হাইকোর্টের দ্বারস্থ হন সুদীপের আইনজীবীরা। সেখানেই গতকাল জামিন মঞ্জুর হয়ে যায় তাঁর। তবে বসে নেই সিবিআই'ও। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই । এজন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে শুরু হয়ে গিয়েছে জোরদার তত্‍পরতা।

.