সাংসদ দম্পতির পাশবিক অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলছেন পরিচারিকারা

এক বছর ধরে নয়াদিল্লির সাংসদ বাংলোয় কাজ করতেন কলকাতারা বাসিন্দা মিনা। অত্যাচার আর অমানবিকতা বাধ্য করেছে ধনঞ্জয় সিংয়ের বিরুদ্ধে মুখ খুলতে। সাংসদের স্ত্রী বাড়ির পরিচারিকার সঙ্গে পশুর মতো ব্যবহার করতেন বলে অভিযোগ করেছেন মিনা। হাত না দিয়ে খাবার খেতে বাধ্য করা হত পরিচারিকাদের।

Updated By: Nov 7, 2013, 04:55 PM IST

এক বছর ধরে নয়াদিল্লির সাংসদ বাংলোয় কাজ করতেন কলকাতারা বাসিন্দা মিনা। অত্যাচার আর অমানবিকতা বাধ্য করেছে ধনঞ্জয় সিংয়ের বিরুদ্ধে মুখ খুলতে। সাংসদের স্ত্রী বাড়ির পরিচারিকার সঙ্গে পশুর মতো ব্যবহার করতেন বলে অভিযোগ করেছেন মিনা। হাত না দিয়ে খাবার খেতে বাধ্য করা হত পরিচারিকাদের।
সাংসদের মারে গুরুতর চোট পেয়েছিলেন তিনিও। তারপর জানাজানির ভয়, তাঁকে এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে রাখেন সাংসদ সিংই। এমনই গুরুতর অভিযোগ মহিলার। অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করার সময় মিনার খোঁজ পায় পুলিস। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাংসদের স্ত্রী জাগৃতি সিংয়ের পাশবিকতার কথাও বলতে একটুও আটকাননি ৩৭ বছরের মহিলা। গত সোমবার রাখী ভদ্রা নামে ৩৫ বছরের পরিচারিকাকে হত্যা করার অভিযোগে সাংসদ জায়াকে গ্রেফতার করে পুলিস। তাঁকে মাথায় রড দিয়ে আঘাত করা হয়। এত দিন মুখ বুঝে সব সহ্য করলেও, এবার সিং দম্পতির বিরুদ্ধে একে একে মুখ খুলছেন পরিচারিকারা।

.