"নারায়ণমূর্তিই ভারতে কর্পোরেট গভর্ন্যান্সের জনক", ইনফোসিস বোর্ডের উল্টো সুর নিলেকানির গলায়

Updated By: Aug 25, 2017, 09:43 PM IST
"নারায়ণমূর্তিই ভারতে কর্পোরেট গভর্ন্যান্সের জনক", ইনফোসিস বোর্ডের উল্টো সুর নিলেকানির গলায়

ওয়েব ডেস্ক: "ভারতে নারায়ণমূর্তিই হলেন কর্পোরেট গভর্ন্যান্সের জনক" বললেন ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা তথা সদ্য নিযুক্ত নন এক্সিকিউটিভ বোর্ড চেয়ারম্যান। প্রসঙ্গত, কয়েকদিন আগে সংস্থার সিইও-র পদ থেকে বিশাল সিক্কা পদত্যাগ করার পর লিখিত বিবৃতি দিয়ে ইনফোসিস বোর্ড জানিয়েছিল যে, সিক্কার সঙ্গে বোর্ডের কোনও বিরোধ নেই। নারায়ণমূর্তি লাগাতার সিক্কার সমালোচনা করেছেন বলেই তিনি পদত্যাদ করলেন। এই অভিযোগের কথা শুনে কোনও মন্তব্য করতে চাননি নারায়ণমূর্তি, বরং তিনি বলেছিলেন, ইনফোসিসের কর্পোরেট গভর্ন্যান্সের মান প্রতিনিয়ত হতাশাজনক জায়গায় পৌঁছনোতে তিনি চিন্তিত। আর এবার সম্পূর্ণ উল্টো সুরে কথা বলে নিলেকানি স্বয়ং কর্পোরেট গভর্ন্যান্সে নারায়ণমূর্তিকে সার্টিফিকেট দেওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে কর্পোরেট মহলে। নিলেকানি আরও জানিয়েছেন যে, তিনি মনে করেন নারায়ণমূর্তি আজও সংস্থার শুভাকাঙ্খী।

উল্লেখ্য, তিন দশক আগে যে ৭ জন ইনফোসিস সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদেরই অন্যতম নিলেকানি এবং নারায়ণমূর্তি। ২৬ বছর বয়সে ইনফোসিস শুরু করেছিলেন এবার ৬২-তে আবার সংস্থার দায়িত্ব নিচ্ছেন, ফলে বৃত্ত পূর্ণ হল, আজ টুইট্যারে এমনই মন্তব্য করেছেন নন্দন নিলেকানি।

.