বাবরিকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য মুলায়মের
বাবরি মসজিদ ধ্বংসের পরিকল্পনা আগে থেকেই জানতেন প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মা। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংয়ের যাদবের এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সমাজবাদী নেতা এতদিন কেন বিষয়টি নিয়ে মুখ খোলেননি সেব্যাপারে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।
বাবরি মসজিদ ধ্বংসের পরিকল্পনা আগে থেকেই জানতেন প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মা। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংয়ের যাদবের এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সমাজবাদী নেতা এতদিন কেন বিষয়টি নিয়ে মুখ খোলেননি সেব্যাপারে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।
১৯৯২-য়ের ছই ডিসেম্বর বাবরি মসজিদ ধংস করা হবে। এ বিষয়ে আগেই তথ্য ছিল তত্কালীন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মার কাছে। মুলায়ম সিং যাদবের বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। সোমবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুলায়ম সিং বলেন
বিজেপি কর্মী সমর্থকরা বাবরি মসজিদ ধংস করার পরিকল্পনা করছে। এ খবর জানার পর ১৯৯২-য়ের ৪ ডিসেম্বর দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করি। বৈঠকে সিদ্ধান্ত হয় বিষয়টি আমরা তত্কালীন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মাকে জানাব। সেইমতো তাঁকে চিঠিও দেওয়া হয়। শঙ্কর দয়াল শর্মা চিঠিটি পড়েন এবং আমাদের সঙ্গে আলোচনায় রাজি হন।বৈঠকের কিছুক্ষণ পর বলেন, আমি জানি বাবরি মসজিদ ধংস করা হবে।
সমাজবাদী পার্টি নেতার বিস্ফোরক মন্তব্যের পরই আলোড়ন শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। এতদিন কেন বিষয়টি সামনে আনেননি সমাজবাদী নেতা তানিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। মুলায়ম সিংয়ের কড়া সমালোচনা করেছে কংগ্রেস।
সবকিছু জানা সত্ত্বেও মুলায়ম সিং যাদব কোনও পদক্ষেপ করেননি কেন, তানিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। মুলায়ম সিং যাদবের কড়া সমালোচনা করেছে শিবসেনাও। এক নম্বর প্রতিপক্ষকে এই ইস্যুতে তীব্র আক্রমণ করেছেন বিএসপি নেত্রী মায়াবতীও। প্রবল বিতর্কের মধ্যেও নিজেদের অবস্থানে অনড় সমাজবাদী নেতৃত্ব।