চিদাম্বরমের সঙ্গে দেখা করলেন মোর্চা নেতারা
পাহাড় পরিস্থিতি নিয়ে অবশেষে চিদম্বরমের সঙ্গে দেখা করলেন মোর্চা নেতারা। এক বছরের মধ্যে কী করে জিটিএ চুক্তি ভেঙে পড়ল। রাজ্য সরকারের বিরুদ্ধে মোর্চার ঠিক কী অভিযোগ, এসব নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বিস্তারিত জানান মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য হরকাবাহাদুর ছেত্রী। তিনি বলেন, চিদম্বরম মোর্চাকে পাহাড়ে শান্তিপূর্ণ আন্দোলন করার পরমার্শ দিয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফে রাজ্যের সঙ্গে আলোচনার পথ খোলা রাখারও পরমার্শ দেওয়া হয়েছে বলে জানান হরকাবাহাদুর ছেত্রী।
পাহাড় পরিস্থিতি নিয়ে অবশেষে চিদম্বরমের সঙ্গে দেখা করলেন মোর্চা নেতারা। এক বছরের মধ্যে কী করে জিটিএ চুক্তি ভেঙে পড়ল। রাজ্য সরকারের বিরুদ্ধে মোর্চার ঠিক কী অভিযোগ, এসব নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বিস্তারিত জানান মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য হরকাবাহাদুর ছেত্রী। তিনি বলেন, চিদম্বরম মোর্চাকে পাহাড়ে শান্তিপূর্ণ আন্দোলন করার পরমার্শ দিয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফে রাজ্যের সঙ্গে আলোচনার পথ খোলা রাখারও পরমার্শ দেওয়া হয়েছে বলে জানান হরকাবাহাদুর ছেত্রী।