হুমকির মিথ্যে গল্প সাজিয়ে ছিল রাজস্থান পুলিস : রুশদি

রাজস্থান পুলিসের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যাচারের অভিযোগ তুললেন ভারতীয় বংশোদ্ভুত লেখক সলমন রুশদি। জয়পুর সাহিত্য সম্মেলনে যাতে তিনি যোগ দিতে না পারেন সেই কারণেই তাঁর প্রাণনাশের হুমকির মিথ্যে গল্প সাজিয়েছিল রাজস্থান পুলিস।

Updated By: Jan 21, 2012, 09:10 PM IST

রাজস্থান পুলিসের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যাচারের অভিযোগ তুললেন ভারতীয় বংশোদ্ভুত লেখক সলমন রুশদি। জয়পুর সাহিত্য সম্মেলনে যাতে তিনি যোগ দিতে না পারেন সেই কারণেই তাঁর প্রাণনাশের হুমকির মিথ্যে গল্প সাজিয়েছিল রাজস্থান পুলিস। রবিবার টুইটারে একথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রুশদি। এদিন তিনি বলেন, 'আমি খোঁজ নিয়ে জেনেছি আমাকে মিথ্যা কথা বলা হয়েছিল। আমি ক্ষুব্ধ এবং মর্মাহত। আমি জানি না কার নির্দেশে এটা করা হয়েছে। আমার ধারণা, যারা হরি কুঞ্জরু, জিত থাইল, রুচির যোশি ও অমিতাভ কুমারকে গ্রেফতার করতে চেয়েছিল এটা তাদেরই কাজ।' নিরাপত্তার কারণে রুশদির জয়পুর সাহিত্য সম্মেলনে যোগ না দেওয়ার প্রতিবাদে সাহিত্য মঞ্চেই বুকার জয়ী লেখকের বিতর্কিত বই `দ্য স্যাটানিক ভার্সেস` পাঠ করার কথা ভাবেন এই ৪ লেখক। অশোকনগর পুলিস সূত্রে জানানো হয়েছে, শনিবার ৪ লেখকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার সলমন রুশদি জানান, রাজস্থান ও মহারাষ্ট্রের গোয়েন্দা দফতর সূত্রে তাঁর কাছে খবর আসে, মুম্বইয়ের অন্ধকার জগত্‍ ভাড়াটে খুনি দিয়ে তাঁকে মেরে ফেলার চক্রান্ত করেছে। সেই ভাড়াটে খুনিরা তাঁকে মেরে ফেলার জন্য ইতিমধ্যেই জয়পুর রওনা হয়ে গিয়েছে। তাই এই সময় তাঁর ভারতে যাওয়াটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হবে। কিন্তু ঠিক পরের দিন, শনিবার, রুশদির দাবিকে সম্পূর্ণ অস্বীকার করে মুম্বই পুলিস সূত্রে জানানো হয়, রুশদিকে হত্যার চক্রান্তের কোনও খবর তাদের কাছে নেই। বুকার জয়ী লেখকের বিবৃতিতে রাজস্থান সরকারের তুমুল সমালোচনা শুরু হয়ে যায় সাহিত্যিক মহলে। এরপর রাজস্থান পুলিসের বিরুদ্ধে রুশদির অভিযোগের বিষয়ে নিন্দার ঝড় উঠেছে সাহিত্য মহলে।

.