মুম্বই পুলিসের সঙ্গে দাউদ 'যোগ', দাবি ডনের
বিস্ফোরক মন্তব্য ছোটা রাজনের। ইন্দোনেসিয়া পুলিসের হাতে ধরা পরার পর ছোটা রাজন দাবি করেছিলেন দাউদ পাকিস্তানেই আছে। এখন আরও একধাপ এগিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাহন, 'মুম্বই পুলিসের বেশ কিছু অফিসারের সঙ্গে দাউদের যোগ রয়েছে'।
|
Updated By: Nov 3, 2015, 11:04 AM IST
