তাত্ক্ষণিক তিন তালাকের পর বহু বিবাহ বন্ধের দাবি মুসলিম আন্দোলনকারীদের

তাত্ক্ষণিক তিন তালাকের পর এবার মুসলিম মহিলাদের ক্ষমতায়নে বহুবিবাহ প্রথা বন্ধের দাবিতে সরব মুসলিম মহিলারা। 

Updated By: Dec 29, 2017, 11:36 PM IST
তাত্ক্ষণিক তিন তালাকের পর বহু বিবাহ বন্ধের দাবি মুসলিম আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদন: তাত্ক্ষণিক তিন তালাক রোধে বৃহস্পতিবার বিল পাশ হয়েছে লোকসভায়। তবে এখানেই থামছেন না মুসলিম মহিলারা। বরং তিন তালাক বিরোধী আন্দোলনের মুখরা এবার ঝাঁপিয়ে পড়তে চাইছেন আরও একটা প্রথার বিরুদ্ধে। আন্দোলনকারীদের দাবি, বহুবিবাহ প্রথা উঠে গেলে মুসলিম মহিলাদের সত্যি করে ক্ষমতায়ন হবে। 

মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আইনজীবী ফারাহ ফৈয়জ বলেন, ''তিন তালাক মুক্তি পেলেন পারবেন মুসলিম মহিলারা। নতুন সূচনা হল।''

আরও পড়ুন- ঠেলার নাম বাবাজি! তিন তালাক দেওয়া স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বিয়ের সিদ্ধান্ত স্বামীর

বহুবিবাহের শিকার ৩৩ বছরের রিজওয়ানার মন্তব্য, এটা সংস্কারের একটা অংশ। এখনও পুরোটা হয়নি। তাঁর কথায়, ''বহুবিবাহ প্রথা এখন চালু রয়েছে। তিন তালাক না দিয়ে পুরুষরা এবার বহুবিবাহ করবেন।'' বহুবিবাহ বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রেলে কর্মরত রিজওয়ানা।  

আরও পড়ুন- বাবার ঐতিহাসিক ভুল থেকে শিক্ষা নিয়ে তিন তালাক বিতর্কে গরহাজির রাহুল

.