মুজাফফরনগর LIVE: বিরোধীদের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ার অভিযোগ অখিলেশের

মুজাফফর নগরে দাঙ্গার ঘটনায় ৬ রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস। যাঁদের মধ্যে ৪ জন ভারতীয় জনতা পার্টির বিধায়ক ও এক জন প্রাক্তন সাংসদ। ধৃতদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। উত্তরপ্রদেশের মুজাফফর নগরের দাঙ্গায় ২৮ জনের মৃত্যু হয়েছে।

Updated By: Sep 9, 2013, 12:43 PM IST

বিকেল ৫টা ৩০: বিরোধীদের সমালোচনার জবাব দিলেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বিরোধীরা অভিযোগ করেছে, দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থ ইউপি সরকার। যাদবের যুক্তি, বিরোধীরা শুধু সমালোচনা করতেই জানেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দাঙ্গা প্রভাবিত এলাকায় পর্যাপ্ত পরিমানে সেনা মোতায়েন করা হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার পাল্টা অভিযোগ এনেছেন তিনি। তাঁর সঙ্গে রাজ্যপাল ও প্রধানমন্ত্রীর কথা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উত্তর প্রদেশে মুজাফফরনগরের হিংসায় প্রাণ গিয়েছে ২৯ জনের। আহত বহু। জারি হয়েছে, দেখা মাত্র গুলির নির্দেশ। দ্রুত শান্তি ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মুজাফফরনগরের প্রতি মুহূর্তে খবরে নজর রয়েছে আমাদের। দেখুন হিংসার টাইম লাইন
দুপুর ৩টে ৩০: দ্রুত মুজফফরনগরের শান্তি ফিরিয়ে আনার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দাঙ্গা পরবর্তী সময়ে উত্তরপ্রদেশ সরকার কী পদক্ষেপ নিয়েছে তা অখিলেশ যাদবের কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিং।
৩টে ১০: রবিশঙ্কর প্রসাদের দাবি, বিজেপি বিধায়করা নির্দোষ। প্রসাদ বলেন, "যে সকল বিজপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাঁরা নির্দোষ।"
৩টে ৮: মুজাফফরনগরে যেতে বাধা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদকে। তাঁর অভিযোগ, ১৪৪ ধারা জারি হওয়া এলাকায় ভাষণ রাখছেন সমাজবাদী পার্টির নেতারা। কিন্তু বাকিদের যেতে বাধা দেওয়া হচ্ছে।
২টো ৫৮: উত্তরপ্রদেশের রাজ্যপালের রিপোর্ট এখনও পায়নি স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যপাল বি এল যোশি দিল্লিকে যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে উত্তরপ্রদেশের ব্যার্থতার কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।
২টো ৫০: মুজাফফরনগরের এস এস পি ও এস পি কে ট্রান্সফারের নির্দেশ।
২টো ৩২: হিংসার বলি বেড়ে ২৯। গ্রেফতার হয়েছেন ২০০ জন। গোটা উত্তরপ্রদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে। জারি রয়েছে `শুট অ্যাট সাইট` মানে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।
২টো ১৫: মুজাফফর নগরে দাঙ্গার ঘটনায় ৬ রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস। যাঁদের মধ্যে ৪ জন ভারতীয় জনতা পার্টির বিধায়ক ও এক জন প্রাক্তন সাংসদ। ধৃতদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। উত্তরপ্রদেশের মুজাফফর নগরের দাঙ্গায় ২৯ জনের মৃত্যু হয়েছে।
দুপুর ২টো: মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব আশ্বস্ত করেছেন, নতুন করে অশান্তি রুখতে রাজ্য প্রশাসন সমস্ত ব্যাবস্থ নেবে। রাজনৈতিক দলগুলিকেও শাক্তি বজায় রাখতে অনুরোধ করেছেন তিনি।

.