''নাগাল্যান্ডে নির্বাচনে মাত্র ৩ থেকে ৮টি আসন পাবে বিজেপি''
আসন্ন নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বিজেপি বড়জোর ৩ থেকে ৬টি আসন পেতে পারে। এমননই মত সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কুজোলুজো নিয়েনুর। তাঁর দাবি, তাদের দল নাগা পিপলস ফ্রন্ট(এনপিএফ) ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৩০টির বেশি আসন পেয়ে সেখানে ফের সরকার গঠন করবে। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে ভোটগ্রহণ।
নিজস্ব প্রতিবেদন : আসন্ন নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বিজেপি বড়জোর ৩ থেকে ৬টি আসন পেতে পারে। এমননই মত সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কুজোলুজো নিয়েনুর। তাঁর দাবি, তাদের দল নাগা পিপলস ফ্রন্ট(এনপিএফ) ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৩০টির বেশি আসন পেয়ে সেখানে ফের সরকার গঠন করবে। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে ভোটগ্রহণ।
নিয়েনুর কথায়, ''বিজেপি যে ১৯টি আসনে লড়াই করছে, তার মধ্যে ৩টির বেশি আসন তারা জিততে পারবে না। অন্যদিকে, বিজেপির জোট সঙ্গী এনডিপিপি ৮টি আসন পেতে পারে।''
আরও পড়ুন- অনুমোদন ছাড়াই ছুটিতে; চাকরি হারাতে পারেন ১৩ হাজার রেলকর্মী
১৫ বছর ধরে জোটে থাকার পর এবারের নির্বাচনে এনপিএফ-এর হাত ছেড়ে নাগাল্যান্ডে এনডিপিপি-র হাত ধরেছে বিজেপি। জোটের সিদ্ধান্ত অনুসারে সেখানে ৬০টির মধ্যে ২০টি আসনে লড়ছে বিজেপি। অন্যদিকে বাকি ৪০টি আসনে প্রার্থী দিয়েছে এনডিপিপি।
নিয়েনু বলেন, ''এই জোট কোনও পরিস্থিতিতেই নাগাল্যান্ডবাসীর মত জয় করতে পারবে না। তার ফলে আমরাই আবার রাজ্যের মানুষের স্বার্থে সরকার গঠন করতে চলেছি।'' তিনি বলেন, আমাদের এবারের নির্বাচনী প্রচারের একমাত্র বিষয় রাজ্যের আরও উন্নয়ন। পরিকাঠামো থেকে সার্বিক উন্নয়নই লক্ষ্য হতে চলেছে আগামী সরকারের।