সমাজবাদী পার্টির দঙ্গল, বিজেপির জন্য মঙ্গল বললেন মুখতার আব্বাস নাকভি

"সমাজবাদী পার্টির দঙ্গল, বিজেপির জন্য মঙ্গল" বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি। এই কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে, উত্তর প্রদেশের সাধারণ মানুষ 'যদু বংশের' 'দঙ্গল'-এর বিষয়ে মোটেই আগ্রহী নয়। বরং তাঁরা অখিলেশ সরকারের কাছে রাজ্যে ঘটা  দুর্নীতি, অপরাধ এবং সরকারি ব্যর্থতার বিষয়ে জানতে চান।

Updated By: Jan 2, 2017, 04:12 PM IST
সমাজবাদী পার্টির দঙ্গল, বিজেপির জন্য মঙ্গল বললেন মুখতার আব্বাস নাকভি

ওয়েব ডেস্ক: "সমাজবাদী পার্টির দঙ্গল, বিজেপির জন্য মঙ্গল" বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি। এই কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে, উত্তর প্রদেশের সাধারণ মানুষ 'যদু বংশের' 'দঙ্গল'-এর বিষয়ে মোটেই আগ্রহী নয়। বরং তাঁরা অখিলেশ সরকারের কাছে রাজ্যে ঘটা  দুর্নীতি, অপরাধ এবং সরকারি ব্যর্থতার বিষয়ে জানতে চান।

আরও পড়ুন- দলের প্রতীক সাইকেল রক্ষায় লখনউ ছাড়লেন মুলায়ম সিং যাদব

উল্লেখ্য, বিগত বেশ কয়েক দিন ধরেই সমাজবাদী পার্টির মধ্য চলছে তীব্র কাজিয়া যা গত দু'দিনে চরম আকার ধারন করেছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটের আগে ক্ষমতাসীন দলের অন্দরের এই কাজিয়া যে বিরোধী শিবিরের হাঁসি চওড়া করবে সেটা সহজেই অনুমান করা যায়। আর এই সুযোগেই যে ঘর গোছাতে নেমে পড়েছে বিজেপি তা পরিষ্কার হয়ে গেল নাকভির এই মন্তব্য থেকেই।

আরও পড়ুন- সাইকেলের মালিকানা নিয়ে পিতা-পুত্রের আকচাআকচি

.