ইশরাত মিথ্যা এনকাউন্টার মামলা: সবই আগে থেকে জানতেন মোদী?
২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী মুখ নরেন্দ্র মোদী ফের আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছেন। সিবিআই দাবি করেছে ইশরত জাহান সহ তিনজনের মিথ্যা এনকাউন্টার সম্পর্কে আগে থেকেই জানতেন গুজরাত মুখ্যমন্ত্রী ও তাঁর তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী মুখ নরেন্দ্র মোদী ফের আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছেন। সিবিআই দাবি করেছে ইশরত জাহান সহ তিনজনের মিথ্যা এনকাউন্টার সম্পর্কে আগে থেকেই জানতেন গুজরাত মুখ্যমন্ত্রী ও তাঁর তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী সোহারাবুদ্দিন ও তাঁর স্ত্রী কৌসরবি হত্যা মামলায় অভিযুক্ত এক পুলিস অফিসার জানিয়েছেন `সাদা দাঁড়ি` ও `কালো দাঁড়ি`-র দু`জনেই ইশরাতদের যে মিথ্যা এনকাউন্টারে খুন করা হবে সেটা আগে থেকেই জানতেন। সিবিআই-এর দাবি সাদা দাঁড়ি বলতে এখানে মোদি এবং কালো দাঁড়ি বলতে অমিত শাহকে বোঝানো হয়েছে।
ওই অভিযুক্ত অফিসার জানিয়েছেন ২০০৪-এর ১৫ জুন ইশরাতদের এনকাউন্টারের আগে তিনি অন্তত দু`বার অমিত শাহ-এর সঙ্গে কথা বলেছেন।
যদিও সিবিআই তরফ থেকে জানানো হয়েছে সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।