Bengal Election 2021: ত্রিশঙ্কু হলে কি Mamata-কে সমর্থন? অধীর-রাস্তায় হাঁটলেন না Surjya Kanta
অধীর চৌধুরীর (Adhir Chowdhury) সঙ্গে সহমত হলেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভোটের ফল ত্রিশঙ্কু হলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থন দেবেন? এই প্রশ্নে জোটসঙ্গী অধীর চৌধুরীর (Adhir Chowdhury) পথে হাঁটলেন না সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। তাঁর কথায়,'আসন সংখ্যা কম হলে বিজেপি-তৃণমূল মিলে সরকার গঠন করতে পারে।'
গতকাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে (West Bengal State Congress President) প্রশ্ন করা হয়েছিল, ভোট পরবর্তী পরিস্থিতিতে কি তৃণমূলকে সমর্থন দেবেন? তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন,'পলিটিক্স ইজ দি আর্ট অফ পসিবিলিটিজ।' এ দিন ওই একই প্রশ্নে সূর্যকান্ত মিশ্রের (Surjya Kanta Mishra) প্রতিক্রিয়া,'আমরা বারবার বলেছি, নতুন কথা কিছু নেই। সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিজেপি ও তৃণমূল দুজনে মিলে সরকার গড়বে। তাই সাধারণ মানুষকে আহ্বান করছি, দুই দলের এতটা শক্তি কমিয়ে দিন যাতে তারা সরকার গড়তে না পারে।'
তিনি আরও বলেন,'বিজেপি ও তৃণমূল কয়েনের এপিঠ-ওপিঠ। মুখ্যমন্ত্রী বলেছেন, যুদ্ধটা আরএসএসের বিরুদ্ধে নয়। বিজেপির দলটা নাগপুরের নির্দেশে চলে। এটা সবাই জানে। এই জন্যে বলা হয় সঙ্ঘ পরিবার। বিজেপি ওই পরিবারের সদস্য। ওই পরিবারের সদস্য মুখ্যমন্ত্রীও। দরকারে তারা একসঙ্গে সরকার গঠন করবে। দুই শক্তিকে ৫০ শতাংশ আসনও জিততে দেওয়া যাবে না।'
সূর্যকান্তের (Surjya Kanta Mishra) মন্তব্যে স্পষ্ট, ভোটের ফলপ্রকাশের পর তৃণমূলকে সমর্থন দেবে না সিপিএম। এব্যাপারে অধীর চৌধুরীর সঙ্গে সহমত হলেন না সিপিএমের রাজ্য সম্পাদক। তবে এটাও ঠিক, রাজনীতিতে পাকাপাকি 'হ্যাঁ' বা 'না' বলে কিছু নেই। বরং অধীরের (Adhir Chowdhury) মন্তব্য প্রণিধানযোগ্য, 'রাজনীতি আসলে সম্ভাবনার শিল্প।'
আরও পড়ুন- WB assembly election 2021: 'BJP-র থেকে টাকা পেলে ৯৯% ভাইপোকে দিয়ে দেব,' মালদহের সভায় বললেন Owaisi