মধ্যরাত থেকে গোটা দেশে ২১ দিনের লকডাউন, ঘোষণা মোদীর

ভারতকে বাঁচাতে লকডাউন দরকার, জাতির উদ্দেশে ভাষণে জানালেন নরেন্দ্র মোদী।   

Updated By: Mar 25, 2020, 12:12 AM IST
মধ্যরাত থেকে গোটা দেশে ২১ দিনের লকডাউন, ঘোষণা মোদীর

নিজস্ব প্রতিবেদন: দেশকে বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। আজ, মঙ্গলবার মধ্যরাত অর্থাত্ রাত ১২টা থেকে গোটা দেশে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, ভারতকে বাঁচাতে ২১ দিন, তিন সপ্তাহ ঘরের মধ্যেই থাকুন। এখন যে যেখানে আছেন, সেখানেই থাকুন।         

প্রধানমন্ত্রী বলেন,''২১ দিনের লকডাউন না হলে, ২১ বছর পিছনে চলে যাবে দেশ। এক এক ভারতীয়র জীবন, পরিবারকে বাঁচানোই আমার, ভারত সরকারের, রাজ্য সরকারের অগ্রাধিকার। হাত জোড় করে প্রার্থনা করছি, বাড়ির বাইরে লক্ষ্মণরেখা পার করবেন না। ঘরের মধ্যে থাকুন।'' 

জাতির উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদী বলেন,''প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক তখনই বাঁচতে পারবেন, যখন আমরা ঘরের ভিতরে থাকব। ভাইরাসের সংক্রমণ আটকাতে হবে। ভাঙতে হবে সংক্রমণের শৃঙ্খল। ভারত এমন ধাপে রয়েছে, যেখানে আমাদের পদক্ষেপ ঠিক করে দেবে, কতটা ক্ষতি এড়াতে পারি আমরা। প্রতিটি পদে ধৈর্য ধরতে হবে। লকডাউনে ঘর থেকে না বেরানোর সংকল্প নিন। প্রাণ থাকলে দুনিয়া থাকবে।''

প্রধানমন্ত্রীর বার্তা, পরস্পরের সঙ্গে দূর রাখুন। নিজের ঘরে আটকে থাকাই করোনার থেকে বাঁচার একমাত্র বিকল্প। করোনার ছড়িয়ে পড়া রুখতে হবে। শৃঙ্খলকে ভাঙতে হবে। কিছু মানুষ ভ্রান্ত ধারণায় রয়েছে, যে তাঁদের কিছু হবে না। সামাজিক দূরত্ব শুধুমাত্র আক্রান্তের জন্যই। দায়িত্বজ্ঞানহীনতা ও ভ্রান্ত ধারণা আপনাকে ও আপনার সন্তান, পরিবার ও বন্ধুদের ক্ষতি করতে পারে। গোটা দেশের বিভিন্ন জায়গায় লকডাউন। একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছে দেশ। আজ রাত ১২টা থেকে গোটা দেশে লকডাউন। এটাও একধরনের জনতা কার্ফু।

আরও পড়ুন- লকডাউনে কী কী পরিষেবা খোলা, কী কী বন্ধ? জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

.