প্রধানমন্ত্রীর আসনে বসার জন্য এত তাড়াহুড়ো! রাহুলের আলিঙ্গনের জবাবে মোদীর শেল

প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন রাহুল গান্ধী। 

Updated By: Jul 20, 2018, 09:49 PM IST
প্রধানমন্ত্রীর আসনে বসার জন্য এত তাড়াহুড়ো! রাহুলের আলিঙ্গনের জবাবে মোদীর শেল

নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীর 'জাদু কি ঝাপ্পি'র জবাব দিলেন নরেন্দ্র মোদী। তীক্ষ্ণ বাক্যবাণে বিঁধলেন কংগ্রেস সভাপতিকে। প্রধানমন্ত্রীর জবাব, প্রধানমন্ত্রীর আসনে পৌঁছতে এত তাড়াহুড়োর কি আছে! 
 
এদিন নিজের ভাষণের পর আসন ছেড়ে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যান রাহুল গান্ধী। তাঁর সঙ্গে হাত মিলিয়ে আলিঙ্গন করেন কংগ্রেস সভাপতি। তবে আলিঙ্গন পর্বে নিজের আসন ছেড়ে ওঠেননি প্রধানমন্ত্রী। রাহুল গান্ধীর মন্তব্য, ঘৃণার রাজনীতির জবাব ভালবাসার মাধ্যমে দিতে চান তিনি। এরপর নিজের ভাষণে রাহুলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। স্বকীয় ভঙ্গিতে নমো বলেন, '' সকালে ভোটাভুটি সম্পন্ন হয়নি, তখনও বিতর্কও চলছে, এমন সময় এক সদস্য (রাহুল গান্ধী) আমার কাছে দৌঁড়ে চলে এলেন। এখানে (লোকসভায় প্রধানমন্ত্রীর আসন) পৌঁছনোর এত উত্সাহ, উঠো উঠো উঠো। এখানে না কেউ ওঠাতে পারবে, না কেউ বসাতে পারবে।এত তাড়াহুড়োর কি আছে। গণতন্ত্রে জনতার উপরে ভরসা রাখতে হয়।এটাই অহংকার''। 

কর্ণাটক নির্বাচনপ্রক্রিয়ায় রাহুল গান্ধী বলেছিলেন, সংসদে ১৫ মিনিট তিনি ভাষণ দিলে প্রধানমন্ত্রী দাঁড়াতে পারবেন না। সেই প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীর কটাক্ষ, ''আমি ৪ বছর দাঁড়িয়েও আছি। কাজও করছি।'' রাহুল গান্ধীকে 'অহংকারী' খোঁচা দিয়ে বিরোধী শিবিরের ভাঙন ধরানোর কৌশলও নিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ''একজন নিজেকেই প্রধানমন্ত্রী বলে ঘোষণা করে দিচ্ছেন। অন্যদেরও তো সেই ইচ্ছা রয়েছে। তাঁদের কী হবে? এনিয়ে তো বিভ্রান্তি রয়েছে''। প্রধানমন্ত্রী আরও বলেন, ''২০১৯ সালে ক্ষমতায় আসতে দেবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন। গণতন্ত্রে জনতা জনার্দন ভাগ্যবিধাতা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভরসা থাকা উচিত।'' 

আরও পড়ুন- ইউপিএ জমানায় রাফাল-চুক্তিতেই গোপনীয়তার শর্ত, মনে করাল ফ্রান্স, অনড় রাহুল

.