Narendra Modi : বেহাল রেশন ব্যবস্থা, নমোর বিরোধিতায় ভাই মোদী, সংসদ ভবন ঘেরাওয়ের ডাক
"আমি শুধু ভাইয়ের বিরুদ্ধেই রাস্তায় নামছি না। আমি ভারত সরকারের নীতির বিপক্ষে।"
জ্যোতির্ময় কর্মকার: মোদীর বিরোধিতায় মোদী। সংসদ ভবন ঘেরাওয়ের ডাক প্রধানমন্ত্রীর (Narendra Modi) ভাইয়ের। দেশের বেহাল রেশন ব্যবস্থার অভিযোগে সরব প্ৰহ্লাদ দামোদর দাস মোদী (Prahlad Damodar Das Modi)।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদ ঘেরাওয়ের ডাক দিয়ে দিল্লির রাজপথে নামতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই। দেশের রেশন ব্যবস্থার দুরবস্থা নিয়ে একাধিক দাবিদাওয়া তুলে রামলীলা ময়দানে প্রতিবাদ সভায় নেতৃত্ব দেবেন তিনি। এমনকি দেশের রেশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে দেশব্যাপী বাংলা মডেল প্রয়োগের পক্ষেও সওয়াল করলেন তিনি।
প্ৰহ্লাদ দামোদর দাস মোদী স্পষ্ট বলেন, "আমি শুধু ভাইয়ের বিরুদ্ধেই রাস্তায় নামছি না। আমি ভারত সরকারের নীতির বিপক্ষে। তার বিরোধিতা করছি ও করব। করোনার সময় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সব ধরনের সরকারি সাহায্য পাওয়া উচিত। আর সেটা ভারত সরকারের ঘোষণা করা উচিত।"
এছাড়া এলপিজি গ্যাস, রিটেইল কাউন্টার, হোলসেল ডিলারশিপ নিয়েও নিজের দাবিদাওয়া জানান প্ৰহ্লাদ দামোদর দাস মোদী। আরও পড়ুন, President Election: ২৪ জুলাই মেয়াদ শেষ কোবিন্দের, দিন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের