প্রাক সমীক্ষায় দিল্লিতে এগিয়ে কেজরিওয়াল, পাত্তা দিচ্ছেন না মোদী

Updated By: Feb 4, 2015, 11:48 PM IST
প্রাক সমীক্ষায় দিল্লিতে এগিয়ে কেজরিওয়াল, পাত্তা দিচ্ছেন না মোদী

দিল্লি ভোটের লড়াইটা এবার হাড্ডাহাড্ডি। প্রাক নির্বাচনী সব সমীক্ষাই এগিয়ে রাখছে কেজরিওয়ালের দলকে। যদিও, কোনও সমীক্ষাকেই বিশেষ পাত্তা দিতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ছিলই। কিন্তু, ভোটের দিন যত এগিয়ে আসছে দিল্লির বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়ছে বিজেপি। একাধিক সমীক্ষা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিশেষত কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার পর থেকে বিজেপির হাঁড়ির হালের ছবিটা আরও স্পষ্ট হচ্ছে। একনজরে দেখা নেওয়া যাক,বিভিন্ন  সমীক্ষা কি ইঙ্গিত দিচ্ছে?

জি মিডিয়ার  সমীক্ষা বলছে
বিজেপি ৩৯ % ভোট পেতে পারে
আপ পেতে পারে ৪৬%
কংগ্রেসের ঝুলিতে যাবে ১৪.৩% ভোট

ইন্ডিয়া টুডেও সমীক্ষায় এগিয়ে রাখছে কেজরিওয়ালের দলকেই।

এই মুহুর্তে ভোট হলে আপের ঝুলিতে যেতে পারে ৩৮-৪৬ আসন
বিজেপি পেতে পারে ১৯-২৫ আসন

একইরকম ইঙ্গিত দিচ্ছে টাইমস গ্রুপও।

আপ পেতে পারে ৩৬-৪১ আসন
বিজেপির ঝুলিতে যেতে পারে ২৭-৩২ আসন

শুধু ভোটের শতাংশ বা আসন সংখ্যাতেই নয়। প্রায় সবকটি সমীক্ষাই দিল্লির মুখ্যমন্ত্রী পদে এগিয়ে রাখছে অরবিন্দ কেজরিওয়ালকেই। জি মিডিয়ার সমীক্ষা বলছে,

৪৯% মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান কেজরিওয়ালকে
৪০% মানুষের পছন্দ কিরণ বেদী
১০% মানুষ অজয় মাকেনকে মুখ্যমন্ত্রী দেখতে চান

সব সমীক্ষাই এগিয়ে রাখছে আপকে। সত্যিই কি আপের কপালে ফের শিকে ছিঁড়বে? উত্তর পেতে অপেক্ষা আর তিনদিনের।

.