Jawaharlal Nehru Death Anniversary: নেহেরুর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা মোদীর, উপস্থিত কংগ্রেস নেতা রাহুল গান্ধী
নেহেরুকে ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। জওহরলাল নেহেরু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ৫৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খারগে এবং পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এখানে শান্তি বনে প্রাক্তন প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক অর্পণ করেছেন। প্রধানমন্ত্রী মোদী একটি ট্যুইটে বলেছেন, ‘আমি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুকে তাঁর মৃত্যুবার্ষিকীতে, শ্রদ্ধা জানাই। ভারতের স্বাধীনতা সংগ্রামে জওহরলাল নেহরুর একটি বিশিষ্ট ভূমিকা ছিল। তিনি 1947 সালে স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন’।
On his death anniversary, I pay tributes to our former PM Pandit Jawaharlal Nehru.
— Narendra Modi (@narendramodi) May 27, 2023
আরও পড়ুন: পিটিয়ে খুনের পর মৃত কুকুরকে দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে নর্দমায়! ভাইরাল ভয়ংকর ভিডিয়ো
জওহরলাল নেহেরু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য। নেহেরু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন এবং ভারতের জাতীয় কংগ্রেসের (আইএনসি) প্রধান নেতাদের মধ্যে একজন ছিলেন। তিনি ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ৭৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
देश के प्रथम प्रधानमंत्री पंडित जवाहरलाल नेहरू जी की पुण्यतिथि पर श्री @RahulGandhi ने शांति वन जाकर उन्हें भावपूर्ण श्रद्धांजलि अर्पित की।
देश के निर्माण में अहम योगदान देने वाले पंडित नेहरू को आज पूरा देश याद कर रहा है। pic.twitter.com/JYBs1dZcNR
— Congress (@INCIndia) May 27, 2023
নেহেরুকে ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। বাচ্চাদের প্রতি তার খুব স্নেহ ছিল এবং শিশুরা তাকে চাচা নেহেরু বলে ডাকত। ১৪ নভেম্বর নেহরুর জন্মবার্ষিকীও ভারতে প্রতি বছর শিশু দিবস হিসেবে পালিত হয়।