ইতালি-আমেরিকার মতো দেশও করোনায় অসহায়, বাঁচার উপায় ঘরে থাকা: মোদী

মঙ্গলবার মধ্যরাত্রি থেকে ২১ দিনের লকডাউনের ঘোষণা প্রধানমন্ত্রীর। 

Updated By: Mar 25, 2020, 12:26 AM IST
ইতালি-আমেরিকার মতো দেশও করোনায় অসহায়, বাঁচার উপায় ঘরে থাকা: মোদী

নিজস্ব প্রতিবেদন: দুনিয়ার শক্তিশালী দেশগুলি করোনাভাইরাসের মোকাবিলা করতে গিয়ে অসহায় হয়ে পড়েছে। দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করে স্মরণ করিয়ে দিলেন নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, ইতালি ও আমেরিকার স্বাস্থ্য পরিষেবা গোটা বিশ্বে উন্নত। তা সত্ত্বেও করোনার প্রভাব কম করতে পারেনি তারা। প্রথম ৬৭ দিনে সেখানে আক্রান্ত ছিল ১লক্ষ মানুষ। তার পর ৪ দিনে আক্রান্ত হয়েছে আরও ১ লক্ষ। 

প্রধানমন্ত্রীর কথায়,''দুনিয়ার শক্তিশালী দেশগুলি মহামারীর মোকাবিলায় অসহায় হয়েছে। তারা চেষ্টা করছে না, এমনটা নয়। করোনাভাইরাস এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে প্রস্তুতি থাকলেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। করোনা থেকে বাঁচতে একমাত্র রাস্তা সামাজিক দূরত্ব।'' 

প্রধানমন্ত্রীর বার্তা, পরস্পরের সঙ্গে দূর রাখুন। নিজের ঘরে আটকে থাকাই করোনার থেকে বাঁচার একমাত্র বিকল্প। করোনার ছড়িয়ে পড়া রুখতে হবে। শৃঙ্খলকে ভাঙতে হবে। কিছু মানুষ ভ্রান্ত ধারণায় রয়েছে, যে তাঁদের কিছু হবে না। সামাজিক দূরত্ব শুধুমাত্র আক্রান্তের জন্যই। দায়িত্বজ্ঞানহীনতা ও ভ্রান্ত ধারণা আপনাকে ও আপনার সন্তান, পরিবার ও বন্ধুদের ক্ষতি করতে পারে। 

মঙ্গলবার মধ্যরাত্রি থেকে ২১ দিনের লকডাউনের ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন,''২১ দিনের লকডাউন না হলে, ২১ বছর পিছনে চলে যাবে দেশ। এক এক ভারতীয়র জীবন, পরিবারকে বাঁচানোই আমার, ভারত সরকারের, রাজ্য সরকারের অগ্রাধিকার। হাত জোড় করে প্রার্থনা করছি, বাড়ির বাইরে লক্ষ্মণরেখা পার করবেন না। ঘরের মধ্যে থাকুন।'' 

আরও পড়ুন- লকডাউনে কী কী পরিষেবা খোলা, কী কী বন্ধ? জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

 

.