বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন রুখতে কড়া আইন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: বিভ্রান্তমূলক বিজ্ঞাপন রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে কড়া নির্দেশিকা আনছে সরকার।
নয়াদিল্লিতে ক্রেতা স্বার্থ রক্ষা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ''ক্রেতা সুরক্ষায় নতুন আইন আনা হচ্ছে। এতে লাভবান হবেন গ্রাহকরা। বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।''
প্রধানমন্ত্রী আরও বলেন,''গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে চাইছে সরকার। পাশাপাশি তাঁরা যাতে সমস্যায় না পড়েন তাও নিশ্চিত করাই লক্ষ্য।''
Govt's priority to consumer protection is in line with our resolve of New India, we'll change it to consumer prosperity on our way ahead: PM pic.twitter.com/krWAv5nnMP
— ANI (@ANI) October 26, 2017
ফের একবার জিএসটি-র কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ''সম্প্রতি আমরা জিএসটি চালু করেছি। এই কর ব্যবস্থা আসার পর অপ্রত্যক্ষ ও লুকোনো করের অবলুপ্তি হয়েছে। লাভবান হয়েছেন ক্রেতা ও মধ্যবিত্তরা। মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতেও পদক্ষেপ করছে সরকার।''
আরও পড়ুন, গুজরাট, হিমাচল প্রদেশে গেরুয়া ঝড়ের আভাস সমীক্ষায়