মহারাষ্ট্রে আজ মহা সমাবেশ করবেন মোদী

মুম্বইয়ের বান্দ্রা কুরলা ময়দানে আজ লক্ষ মানুষের ভিড়। মোদী বলবেন। ২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। প্রার্থী নির্বাচিত হওয়ার পর এই প্রথম বার মহারাষ্ট্র বক্তব্য রাখবেন মোদী।

Updated By: Dec 22, 2013, 02:30 PM IST

মুম্বইয়ের বান্দ্রা কুরলা ময়দানে আজ লক্ষ মানুষের ভিড়। মোদী বলবেন। ২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। প্রার্থী নির্বাচিত হওয়ার পর এই প্রথম বার মহারাষ্ট্র বক্তব্য রাখবেন মোদী।

বহু মানুষ এদিনের সমাবেশে শোনার জন্য বান্দ্রা ময়দানে ভিড় জমিয়েছেন। রবিবারের সমাবেশের জন্য ময়দান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী, মজুত রাখা রয়েছে বম্বসোয়ার্ডও।

সমর্থকদের সমাবেশস্থলে আনতে ২০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য বিজেপি।

.