মোদীর হয়ে প্রচারে নামতে চান রাখি সাওয়ান্ত

একসময় রাহুল গান্ধীকে বিয়ে করার কথা ভাবতেন। আর এখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চান রাখি সাওয়ান্ত। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীই যে দেশের শীর্ষ আসনে বসতে চলেছেন সেবিষয়ে নিশ্চিত আইটেম গার্ল।

Updated By: Mar 1, 2014, 05:30 PM IST

একসময় রাহুল গান্ধীকে বিয়ে করার কথা ভাবতেন। আর এখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চান রাখি সাওয়ান্ত। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীই যে দেশের শীর্ষ আসনে বসতে চলেছেন সেবিষয়ে নিশ্চিত আইটেম গার্ল।

শনিবার আচমকাই বিজেপির দিল্লির সদর দফতরে যান রাখি। লোকসভা নির্বাচনে মোদীর হয়ে প্রচার চালাতে চান রাখি। তিনি বলেন, "আমি বিজেপির মেয়ে। আমি মোদীজীর জন্য প্রচার করব।"

সবসময় প্রচারের চমকে থাকতে চান রাখি। খবরে থাকার লোভ তাড়া করে বেড়ায় রাখিকে। লোকসভা নির্বাচনের বাজার গড়ম করতেই তাই রাখির বিজপির হয়ে প্রচার করা।

.